প্র. কারবর্ণ কী?
উ. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন: 'ম' এর সাথে 'আ' এর সংক্ষিপ্ত রূপ '।' যুক্ত হয়ে হয় 'মা'। স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ। যথা: (এখানে ১০টি কারবর্ণের তালিকা নেই)। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি 'অ' আছে বলে ধরে নেয়া হয়।
প্র. অনুবর্ণ কী?
উ. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
প্র. সংখ্যাবর্ণ কী?
উ. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য ১০টি সংখ্যাবর্ণ রয়েছে। যথা: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
প্র. স্পর্শধ্বনি কয়টি?
উ. যে ব্যঞ্জনের উচ্চারণে ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাঁধা পেয়ে বেরিয়ে যায় এবং বাঁধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনি বা বর্ণকে স্পর্শধ্বনি বলে। উচ্চারণস্থান অনুযায়ী এদেরকে পাঁচটি বর্গে ভাগ করা হয়।
প্র. অন্যান্য ধ্বনিসমূহ কী কী?