সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র ও স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ্ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়। র ও স বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুতঃ বিসর্গ র এবং স্ এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্ এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমনঃ
বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১. র্-জাত বিসর্গ: র্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে র্-জাত বিসর্গ। যেমনঃ
২. স্-জাত বিসর্গ: স্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে স্-জাত বিসর্গ। যেমনঃ