প্র. ভাষা কাকে বলে?
উ. মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে। ভাষার মূল উপাদান ধ্বনি।
প্র. ভাষার মৌলিক অংশ কয়টি ও কী কী?
উ. প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। যথা: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. অর্থ ও ৪. বাক্য।
প্র. কি কারণে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
উ. দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে।
প্র. বাংলা ভাষার বৈশিষ্ট্যসমূহ কী কী?
উ. অর্থদ্যোতকতা, মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারের যোগ্যতা।
প্র. ভাষার মৌলিক উপাদান কী এবং কেন?
উ. ভাষার মৌলিক উপাদান শব্দ। কারণ, শব্দেই প্রথম অর্থের সংশ্লিষ্টতা দেখা যায়। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু অর্থবাচকতা প্রকাশ করা, সেহেতু শব্দ ভাষার মৌলিক উপাদান।
প্র. ভাষার মূল উপকরণ কী?
উ. বাক্য ভাষার মূল উপকরণ। কারণ, একটি সম্পূর্ণ বাক্যই ভাষার প্রাণ। বাক্য ব্যতীত ভাষা প্রাণহীন।