প্র. তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ কী কী?
উ. 'উপদ্রুত উপকূল' (১৯৭৯), 'ফিরে চাই স্বর্ণগ্রাম' (১৯৮১), 'মানুষের মানচিত্র' (১৯৮৬), 'ছোবল' (১৯৮৬) 'গল্প' (১৯৮৭), 'মৌলিক মুখোশ' (১৯৯০)।
প্র. তাঁর অন্যান্য সাহিত্যকর্মসমূহ কী কী?
উ. কাব্যনাট্য: 'বিষ বিরিক্ষের বীজ' (১৯৯২)।
ছোটগল্প: 'সোনালি শিশির'।
বিখ্যাত গান: 'ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।'
বিখ্যাত কবিতা: 'বাতাসে লাশের গন্ধ' (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন)