প্রশ্ন: সৌরজগতের তৃতীয় গ্রহের নাম কী?
উত্তর: সৌরজগতের তৃতীয় গ্রহের নাম পৃথিবী।
প্রশ্ন: 'মহাজাগতিক কিউরেটর' গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: 'মহাজাগতিক কিউরেটর' গল্পটি 'জলজ' গ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন: পৃথিবীতে কত কোষের প্রাণী আছে?
উত্তর: পৃথিবীতে এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী আছে।
প্রশ্ন: পৃথিবীতে পরজীবী প্রাণী কোনটি?
উত্তর: পৃথিবীতে পরজীবী প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া।
প্রশ্ন: পৃথিবীতে কোন প্রাণী সভ্যতা গড়ে তুলেছে?
উত্তর: পৃথিবীতে মানুষ সভ্যতা গড়ে তুলেছে।
প্রশ্ন: মানুষ বাতাসের কোন স্তর শেষ করে দিচ্ছে?
উত্তর: মানুষ বাতাসের ওজোন স্তর শেষ করে দিচ্ছে।
প্রশ্ন: পৃথিবীতে মানুষ কত মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে?
উত্তর: পৃথিবীতে মানুষ দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে।
প্রশ্ন: মানুষ কোন গ্রহটিকে ধ্বংস করে ফেলছে?
উত্তর: মানুষ পৃথিবী নামক গ্রহটিকে ধ্বংস করে ফেলছে।
প্রশ্ন: নিউক্লিয়ার বোমা অন্য কী নামে পরিচিত?
উত্তর: নিউক্লিয়ার বোমা পারমাণবিক বোমা নামে পরিচিত।
প্রশ্ন: গ্যালাক্সি (Galaxy) শব্দের অর্থ কী?
উত্তর: গ্যালাক্সি শব্দের অর্থ ছায়াপথ।
প্রশ্ন: প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে কী বলা যায়?
উত্তর: প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়।
প্রশ্ন: জাদুঘরের তত্ত্বাবধায়ককে কী বলা হয়?
উত্তর: জাদুঘরের তত্ত্বাবধায়ককে কিউরেটর বলা হয়।
প্রশ্ন: লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী বলা হয় কাকে?
উত্তর: লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী বলা হয় ডাইনোসরকে।
প্রশ্ন: ওজোন স্তর আমাদের কী থেকে রক্ষা করে?
উত্তর: ওজোন স্তর আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে।
প্রশ্ন: 'মহাজাগতিক কিউরেটর' গল্পে অত্যন্ত সুবিবেচক প্রাণী কোনটি?
উত্তর: 'মহাজাগতিক কিউরেটর' গল্পে অত্যন্ত সুবিবেচক প্রাণী পিঁপড়া।
প্রশ্ন: গাছপালা কীভাবে নিজেদের খাদ্য তৈরি করে?
উত্তর: গাছপালা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করে।
প্রশ্ন: 'কিউরেটর' কাদের বলা হয়?
উত্তর: জাদুঘরের তত্ত্বাবধায়ককে 'কিউরেটর' বলা হয়।
প্রশ্ন: মহাজাগতিক কিউরেটররা পিঁপড়াকে কোথায় তুলে নিয়ে গেল?
উত্তর: মহাজাগতিক কিউরেটররা পিঁপড়াকে গ্যালাক্সির অন্য গ্রহ-নক্ষত্রে তুলে নিয়ে গেল।
প্রশ্ন: পৃথিবী থেকে কোন প্রাণীকে নিয়ে যাওয়া সুবিবেচনা বলে মনে করে প্রাণী দুটি?
উত্তর: পৃথিবী থেকে পিঁপড়াকে নিয়ে যাওয়া সুবিবেচনা বলে মনে করে প্রাণী দুটি।