প্র. তাঁর কাব্যগ্রন্থসমূহ কী কী?
উ. 'যে জলে আগুন জ্বলে' (১৯৮৬): এটি প্রথম প্রকাশিত কাব্য। এ কাব্যে হেলেন নামে এক নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যিনি ছিলেন কবির প্রেমিকা। তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় ২৫ বছর এক ধরণের স্বেচ্ছানির্বাসনে জীবন-যাপন করেন। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পক্তি-
'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।'
'কবিতা একাত্তর' (২০১২)।