'রেইনকোট' রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উ. 'রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা।

প্র. 'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উ. 'রেইনকোট' গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

প্র. 'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ কী?

উ. 'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ- দুষ্কৃতকারী।

প্র. কাদের সাথে নুরুল হুদার আঁতাত আছে?

উ. মিসক্রিয়েন্টদের সাথে নুরুল হুদার আঁতাত আছে।

প্র. কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?

উ. শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়।

প্র. 'রেইনকোট' গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?

উ. 'রেইনকোট' গল্পটি 'জাল স্বপ্নের জাল' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?

প্র. কাকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করে?

উ. পিওনকে জড়িয়ে ধরে নুরুল হুদার চুমু খেতে ইচ্ছা করে।

প্র. কাকে দেখে কলেজের সবাই তটস্থ?

উ. ইসহাক মিয়াকে দেখে কলেজের সবাই তটস্থ।

প্র. কোন মাসের শুরু থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দেয়?

উ. এপ্রিল মাসের শুরু থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দেয়।

প্র. কে দিনরাত উর্দু বলে?

উ. ইসহাক মিয়া দিনরাত উর্দু বলে।

প্র. নুরুল হুদার স্ত্রীর নাম কী?

উ. নুরুল হুদার স্ত্রীর নাম আসমা।

প্র. মিন্টু কার ভাই?

উ. মিন্টু আসমার ভাই।

প্র. নুরুল হুদার মেয়ের বয়স কত?

উ. নুরুল হুদার মেয়ের বয়স আড়াই বছর।

প্র. নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?

উ. নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার।

প্র. উর্দুর প্রফেসরের নাম কী?

উ. উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

প্র. নুরুল হুদাকে কীসের সাথে ঝুলিয়ে দেওয়া হয়?

উ. নুরুল হুদাকে একটা আংটার সাথে ঝুলিয়ে দেওয়া হয়।

প্র. 'রেইনকোট' গল্পে বর্ণিত বাসের রং কেমন ছিল?

উ. 'রেইনকোট' গল্পে বর্ণিত বাসের রং লাল।

প্র. হানাদার পাকিস্তানি বাহিনী বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল কোন কারণে?

উ. প্রবল বর্ষার কারণে হানাদার পাকিস্তানি বাহিনী বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল।

প্র. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী কাদের হাতে পর্যুদস্ত হয়েছিল?

উ. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী রুশবাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল।

প্র. 'রেইনকোট' গল্পে কোন শহরের পরিস্থিতি ফুটে উঠেছে?

উ. 'রেইনকোট' গল্পে ঢাকা শহরের পরিস্থিতি ফুটে উঠেছে।

প্র. 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের কোন সময়ের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে?

উ. 'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের শেষ সময়ের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে।

প্র. রেইনকোট পরার পর কথককে কার মতো দেখাচ্ছিল?

উ. রেইনকোট পরার পর কথককে মিন্টুর মতো দেখাচ্ছিল।

প্র. 'গুজবই হলো বাঙালির কাল'- এ কথা কে বলেছেন?

উ. কথাটি বলেছেন প্রিন্সিপাল সাহেব।

প্র. মুক্তিযুদ্ধের তৎপরতাকে পাকিস্তানি সেনাবাহিনী কী নামে অভিহিত করত?

উ. মুক্তিযুদ্ধের তৎপরতাকে পাকিস্তানি সেনাবাহিনী সাবভার্সিভ অ্যাকটিভিটিজ নামে অভিহিত করত।

প্র. 'স্পেসিফিক ক্লাসিফিকেশন' শব্দের অর্থ কী?

উ. 'স্পেসিফিক ক্লাসিফিকেশন' শব্দের অর্থ সুনির্দিষ্ট শ্রেণিকরণ।

প্র. 'জেনারেল স্টেটমেন্ট' অর্থ কী?

উ. 'জেনারেল স্টেটমেন্ট' অর্থ সাধারণ বিবৃতি।

প্র. 'ওয়েলডিং ওয়ার্কশপ' শব্দের অর্থ কী?

উ. 'ওয়েলডিং ওয়ার্কশপ' শব্দের অর্থ ঝালাই কারখানা।

প্র. 'রেইনকোট' গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে কোথা থেকে?

উ. 'রেইনকোট' গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-১ থেকে।

প্র. 'শনিতে সাত, মঙ্গলে তিন, আর সব দিন দিন'- এটা কী?

উ. 'শনিতে সাত, মঙ্গলে তিন, আর সব দিন দিন'- এটা জেনারেল স্টেটমেন্ট।

প্র. প্রিন্সিপালের পিওনের নাম কী?

উ. প্রিন্সিপালের পিওনের নাম ইসহাক মিয়া।

প্র. আকবর সাজিদ কোন বিষয়ের অধ্যাপক?

উ. আকবর সাজিদ উর্দুর অধ্যাপক।

প্র. ইসহাক কোন প্রফেসরের বাড়ির দিকে রওনা হয়?

উ. ইসহাক আব্দুস সাত্তার মৃধার বাড়ির দিকে রওনা হয়।

প্র. নুরুল হুদা কতবার বাড়ি পাল্টায়?

উ. নুরুল হুদা চারবার বাড়ি পাল্টায়।

প্র. নুরুল হুদার ছেলের বয়স কত?

উ. নুরুল হুদার ছেলের বয়স পাঁচ বছর।

প্র. মসজিদের ছাদ থেকে কে পড়ে গিয়েছিল?

উ. মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছিল।

প্র. নুরুল হুদাকে কে ডেকে পাঠিয়েছে?

উ. নুরুল হুদাকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে।

প্র. কলেজের সামনের দেয়াল ঘেঁষে কী আছে?

উ. কলেজের সামনের দেয়াল ঘেঁষে আছে ইলেট্রিক ট্রান্সফর্মার।

প্র. 'রেইনকোট' গল্পে মুক্তিফৌজরা কোথায় বোমা ফেলে?

উ. 'রেইনকোট' গল্পে মুক্তিফৌজরা প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলে।

প্র. প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন?

উ. প্রিন্সিপাল উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াজ করতেন।

প্র. 'রেইনকোট' গল্পটিতে বৃষ্টিটা কখন থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে?

উ. 'রেইনকোট' গল্পটিতে বৃষ্টিটা ভোররাত থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছে।

প্র. কোথায় হরদম বলছে, সিচুয়েশন নর্মাল?

উ. রেডিও-টেলিভিশনে হরদম বলছে, সিচুয়েশন নর্মাল।

প্র. নুরুল হুদাকে রেইনকোটটি কে পরতে বলেন?

উ. নুরুল হুদাকে রেইনকোটটি পরতে বলেন তাঁর স্ত্রী আসমা।

 

Reference: অগ্রদূত বাংলা