গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. তাঁর প্রকাশিত গল্পগ্রন্থগুলো কী কী?

উ. 'আত্মজা ও একটি করবী গাছ' (১৯৬৭): দেশ বিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিক স্খলন, সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে রচিত হয় 'আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থ।

'নামহীন গোত্রহীন' (১৯৭৫): এ গল্পগ্রন্থের গল্পগুলো মুক্তিযুদ্ধভিত্তিক।

'আমরা অপেক্ষা করছি' (১৯৮৮): এ গল্পগ্রন্থের গল্পগুলোতে নিম্ন মধ্যবিত্ত জীবনের চিত্র, দারিদ্র্যের কষাঘাতে বিবর্ণ নর-নারীর প্রেমহীনতা, অসুস্থ রাজনীতির কালো থাবায় সন্তানহারা পিতার শোক ইত্যাদি বিষয় ফুটে উঠেছে।

'সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য' (১৯৬৪), 'জীবন ঘষে আগুন' (১৯৭৩), 'পাতালে হাসপাতালে' (১৯৮১), 'রাঢ়বঙ্গের গল্প' (১৯৯১), 'রোদে যাবো' (১৯৯৫), 'মা মেয়ের সংসার' (১৯৯৭), 'বিধবাদের কথা ও অন্যান্য গল্প' (২০০৭)।

প্র. তাঁর প্রকাশিত উপন্যাসগুলো কী কী?

উ. 'আগুনপাখি' (২০০৬): হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ 'আগুনপাখি' উপন্যাস। চরিত্র: মেঝ বউ।

'সাবিত্রী উপাখ্যান' (২০১৩): ১৯৩৫ সালের ভারত শাসন আইন, ভারতের প্রথম নির্বাচন, ফজলুল হকের কৃষক প্রজা পার্টি গঠন, জমিদারি ও মহাজনি প্রথা, ব্রাহ্মণধর্মীয় এক নারী ধর্ষণ নিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা ইত্যাদি বিষয় নিয়ে রচিত এ উপন্যাস।

'বৃত্তায়ন' (১৯৯১), 'শিউলি' (২০০৬), 'শামুক' (২০১৫)।

প্র. তাঁর অন্যান্য রচনাবলি কী কী?

উ. প্রবন্ধ: 'কথাসাহিত্যের কথকতা' (১৯৮১), 'অপ্রকাশের ভার' (১৯৮৮), 'চিন্তন কণা'।

মুক্তিযুদ্ধ বিষয়ক: 'একাত্তর-করতলে ছিন্নমাথা'।

নাটক: 'চন্দর কোথায়'।

শিশুসাহিত্য: 'লালঘোড়া আমি' (১৯৮৪), 'ফুটবল থেকে সাবধান' (১৯৯৮)।

আত্মজীবনী: 'ফিরে যাই, ফিরে আসি', 'উঁকি দিয়ে দিগন্ত'।

Reference: অগ্রদূত বাংলা