'জাদুঘরে কেন যাব' রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'জাদুঘরে কেন যাব' কোন ধরনের রচনা?

উ. 'জাদুঘরে কেন যাব' একটি প্রবন্ধ।

প্র. 'জাদুঘরে কেন যাব' রচনাটি কোন পুস্তিকা থেকে সংকলিত?

উ. 'জাদুঘরে কেন যাব' রচনাটি 'ঐতিহ্যায়ন' নামক স্মারক পুস্তিকা থেকে সংকলিত।

প্র. পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় ছিল?

উ. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল আলেকজান্দ্রিয়া নগরে।

প্র. ইউরোপে কী সংঘটিত হবার পর জাদুঘর গড়ার প্রয়াস বাড়ে?

উ. ইউরোপে রেনেসাঁ সংঘটিত হবার পর জাদুঘর গড়ার প্রয়াস বাড়ে।

প্র. ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র কী সৃষ্টি করে?

উ. ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র ল্যুভ মিউজিয়ম সৃষ্টি করে।

প্র. কোন বিপ্লবের পর হার্মিতিয়ে জাদুঘর গড়ে উঠেছিল?

উ. রুশ বিপ্লবের পর হার্মিতিয়ে জাদুঘর গড়ে উঠেছিল।

প্র. ব্রিটিশ মিউজিয়ম কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে?

উ. ব্রিটিশ মিউজিয়ম রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে।

প্র. স্যার হ্যানস স্লোন কে ছিলেন?

উ. স্যার হ্যানস স্লোন ব্রিটিশ মিউজিয়মের একজন সংগ্রাহক ছিলেন।

প্র. শিক্ষামন্ত্রী তাঁর ভাষণে 'জাদুঘর কেন যাব' শব্দের জায়গায় কী পড়েছিলেন?

উ. শিক্ষামন্ত্রী তাঁর ভাষণে 'জাদুঘর কেন যাব' শব্দের জায়গায় 'মিউজিয়ম' পড়েছিলেন।

প্র. জাতীয় জাদুঘরে তুঘরা হরফে লেখা কার শিলালিপি ছিল?

উ. জাতীয় জাদুঘরে তুঘরা হরফে লেখা নুসরাত শাহের শিলালিপি ছিল।

প্র. উর্দুতে জাদুঘরকে কী বলে?

উ. উর্দুতে জাদুঘরকে আজবখানা বলে।

প্র. মোনায়েম খান কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উ. মোনায়েম খান দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী ছিলেন।

প্র. জাদুঘরের প্রধান কাজ কী?

উ. জাদুঘরের প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ।

প্র. জাদুঘর আমাদের কী জাগ্রত করে?

উ. জাদুঘর আমাদের চেতনাকে জাগ্রত করে।

প্র. ইউরোপীয় রেনেসাঁস কোন যুগ থেকে কোন যুগে উত্তরণ হয়?

উ. ইউরোপীয় রেনেসাঁস মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ হয়।

প্র. ফরাসি বিপ্লবের মূলবাণী কী ছিল?

উ. ফরাসি বিপ্লবের মূলবাণী ছিল 'মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার।

প্র. 'টাওয়ার অব লন্ডন' কোন নদীর তীরে অবস্থিত?

উ. 'টাওয়ার অব লন্ডন' টেমস নদীর তীরে অবস্থিত।

প্র. যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

উ. যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্র. ব্রিটেনের জাতীয় জাদুঘরের নাম কী?

উ. ব্রিটেনের জাতীয় জাদুঘরের নাম ব্রিটিশ মিউজিয়ম।

প্র. বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর কোনটি?

উ. বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর হচ্ছে 'বাংলাদেশ জাতীয় জাদুঘর'।

প্র. বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর কোনটি?

উ. বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর হচ্ছে 'মুক্তিযুদ্ধ জাদুঘর'।

প্র. 'বঙ্গবন্ধু জাদুঘর' কোথায় অবস্থিত?

উ. 'বঙ্গবন্ধু জাদুঘর' ঢাকার ধানমন্ডিতে অবস্থিত।

প. 'ভাস্কর্যের' ইংরেজি প্রতিশব্দ কী?

উ. 'ভাস্কর্যের' ইংরেজি প্রতিশব্দ হচ্ছে sculpture

প্র. জাদুঘরকে হিন্দিতে কী বলে?

উ. জাদুঘরকে হিন্দিতে অজায়েব ঘর বলে।

প্র. খ্রিষ্টপূর্ব কত অব্দে আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্দ্রিয়া নগর প্রবর্তন করে?

উ. খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দে আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্দ্রিয়া নগর প্রবর্তন করে।

প্র. ফরাসি বিপ্লবের ফলে কীসের উৎপাটন হয়?

উ. ফরাসি বিপ্লবের ফলে সামন্তবাদের উৎপাটন হয়।

প্র. রুশ বিপ্লব কার নেতৃত্বে সংঘঠিত হয়?

উ. রুশ বিপ্লব লেনিনের নেতৃত্বে সংঘটিত হয়।

প্র. রুশ বিপ্লব সংঘটিত হয় কত তারিখে?

উ. রুশ বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালের ৭ই নভেম্বর।

প্র. বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে সংগঠিত দলের নাম কী? 

উ. বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে সংগঠিত দলের নাম বলশেভিক পার্টি।

প্র. রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় কী প্রতিষ্ঠিত হয়? 

উ. রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

প্র. 'টাওয়ার অব লন্ডন' নির্মিত হয় কত খ্রিষ্টাব্দে? 

উ. 'টাওয়ার অব লন্ডন' নির্মিত হয় ১০৭৮ খ্রিষ্টাব্দে।

প্র. 'টাওয়ার অব লন্ডন' বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? 

উ. 'টাওয়ার অব লন্ডন' বর্তমানে অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

প্র. ব্রিটিশ মিউজিয়ম কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উ. ব্রিটিশ মিউজিয়ম ১৭৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।

প্র. ল্যুভ জাদুঘর ফ্রান্সের কোথায় অবস্থিত? 

উ. ল্যুভ জাদুঘর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

প্র. জাতিতাত্ত্বিক জাদুঘরে বাংলাদেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য রয়েছে? 

উ. জাতিতাত্ত্বিক জাদুঘরে বাংলাদেশের ২৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য রয়েছে।

প্র. বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উ. বরেন্দ্র জাদুঘর ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়।

প্র. বলধা গার্ডেন কোথায় অবস্থিত। 

উ. বলধা গার্ডেন ঢাকা মহানগরের ওয়ারিতে অবস্থিত।

প্র. বলধা গার্ডেনের প্রতিষ্ঠাতা কে? 

উ. বলধা গার্ডেনের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভাওয়ালের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী।

প্র. গ্রেকো রোমান মিউজিয়ম কোথায় অবস্থিত? 

উ. গ্রেকো রোমান মিউজিয়ম মিশরের আলেজান্দ্রিয়ায় অবস্থিত।

প্র. ফরাসি বিপ্লবের সূচনা হয় কত সালে? 

উ. ১৭৮৯ সালের ১৪ই জুলাই ফরাসি বিপ্লবের সূচনা হয়।

প্র. পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল কোথায়? 

উ. পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল আলেকজান্দ্রিয়ায়।

প্র. কী বিকাশের ফলে জাদুঘর জনসাধারণের জন্যে অবধারিত হয়? 

উ. গণতন্ত্র বিকাশের ফলে জাদুঘর জনসাধারণের জন্যে অবধারিত হয়।

প্র. লেখক জাদুঘরকে কীসের ক্ষেত্র হিসেবে দেখেছেন? 

উ. লেখক জাদুঘরকে আত্মপরিচয়ের ক্ষেত্র হিসেবে দেখেছেন।

প্র. সঞ্চিত জ্ঞান ছড়ালে কীসের পথ প্রশস্ত হয়? 

উ. সঞ্চিত জ্ঞান ছড়ালে গণতন্ত্রায়নের পথ প্রশস্ত হয়।

প্র. আলেকজান্দ্রিয়া কোন দেশের প্রধান সমুদ্র বন্দর? 

উ. আলেকজান্দ্রিয়া মিশরের প্রধান সমুদ্র বন্দর।

প্র. ভিক্টোরিয়া মেমোরিয়াল কার নামাঙ্কিত স্মৃতিসৌধ? 

উ. ভিক্টোরিয়া মেমোরিয়াল রাণী ভিক্টোরিয়া নামাঙ্কিত স্মৃতিসৌধ।

প্র. ইংল্যান্ডের ইতিহাসে অনেকখানি ধরা পড়ে কোথায়? 

উ. ইংল্যান্ডের ইতিহাস অনেকখানি ধরা পড়ে ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অব লন্ডনে।

প্র. ঢাকা নগর জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উ. ঢাকা নগর জাদুঘর ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

Reference: অগ্রদূত বাংলা