গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

প্র. তাঁর রচিত উপন্যাসসমূহ কী কী?

উ. 'বটতলার উপন্যাস' (১৯৫৮): এটি তাঁর প্রথম প্রকাশিত সার্থক ট্রাজিক উপন্যাস, যা তিনি মাত্র ১৮ বছর বয়সে লিখেন। মঈন নামক কেন্দ্রীয় চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে ১৯৪৭ সালের দেশবিভাগের পরবর্তী সময়ের এ উপমহাদেশের সমাজ, সময় ও রাষ্ট্রের জটিল ও দ্বন্দ্বময় ঘাত-সংঘাত সার্থকভাবে ফুটে উঠেছে।

'অনুকল্প' (১৯৫৯): এটি জটিল মনস্তাত্ত্বিক সার্থক উপন্যাস। দুজন যুবক-যুবতী, যারা বাল্যে একই মহিলার স্তন্যপান করেছিল, তাদের মধ্যকার প্রেমঘটিত মনস্তাত্ত্বিক পটভূমিতে এ উপন্যাস রচিত।

'দ্রৌপদী' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০), 'হে মহাজীবন' (১৯৮৩), 'পাদবিক' (১৯৯৮), 'উপসংহার'।

Reference: অগ্রদূত বাংলা