প্র. তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো কী কী?/৩২তম বিসিএস লিখিত
উ. 'লোক লোকান্তর' (১৯৬৩)। এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
'সোনালী কাবিন' (১৯৭৩): এটির প্রথমে নাম ছিলো 'অবগাহনের শব্দ'। পরে তিনি এটির নামকরণ করেন 'সোনালী কাবিন'। গ্রামীণ আবহে রচিত ৪৪টি কবিতার সংকলনে এ কাব্যগ্রন্থে তাঁর কবি প্রতিভা নিশ্চিত হয়েছে।
এতে প্রকাশ পেয়েছে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ও গ্রামীণ আবহ। এটি তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ 'গোল্ডেন কাবিন' নামে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়।
'কালের কলস' (১৯৬৬), 'মায়াবী পর্দা দুলে উঠো' (১৯৬৯), 'অদৃষ্টবাদীদের রান্নাবান্না' (১৯৮০), 'পাখির কাছে ফুলের কাছে' (১৯৮০), 'বখতিয়ারের ঘোড়া' (১৯৮৪), 'দোয়েল ও দয়িতা' (১৯৯৭), 'প্রেমের কবিতা' (২০০২), 'দ্বিতীয় ভাঙ্গন' (২০০২)।
প্র. আল মাহমুদ রচিত উপন্যাসগুলো কী কী?
উ. 'কাবিলের বোন' (২০০১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। পাঁচ পর্বে বিভক্ত এ উপন্যাসে পূর্ব পাকিস্তানে নাগরিক পরিচয়ের সংকট, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্বের বিমূর্ত প্রকাশ ঘটেছে।
'ডাহুকী' (১৯৯২), 'কবি ও কোলাহল' (১৯৯৩), 'উপমহাদেশ' (১৯৯৩), 'আগুনের মেয়ে (১৯৯৫), 'চেহারার চতুরঙ্গ' (২০০০)।
প্র. তাঁর গল্পগ্রন্থসমূহ কী কী?
উ. 'পানকৌড়ির রক্ত' (১৯৭৫), 'সৌরভের কাছে পরাজিত' (১৯৮৩), 'গন্ধবণিক' (১৯৮৬), 'ময়ূরীর মুখ' (১৯৯৪)।