প্র. তাঁর উপন্যাসসমূহ কী কী?
উ. 'অনন্ত অন্বেষা' (১৯৬৭): হাওয়াই জাহাজে আকাশচারী পেশায় রত মানুষের জীবনচিত্র এর মূল বিষয়।
'মেঘের পরে মেঘ': এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে ২০০৪ সালে চাষী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন।
'মধুমতি' (১৯৬৩), 'মন এক শ্বেতী কপোতী' (১৯৬৭), 'সাহেব বাজার' (১৯৬৯), 'ফেরারী সূর্য' (১৯৭৪), 'নীল নিশীথ' (১৯৮৩), 'বায়ান্ন গলির এক গলি' (১৯৮৪), 'কখনো মেঘ কখনো বৃষ্টি', 'একাত্তরের নিশান'।
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ: 'একাত্তরের নয় মাস' (১৯৯০)।
প্র. তাঁর কোন কোন উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়?
উ. 'মধুমতি', 'মেঘের পরে মেঘ', 'কখনো মেঘ কখনো বৃষ্টি'।