প্র. তিনি কী কী সম্পাদনা করেন? (২৩/২২/১৫তম বিসিএস লিখিত)
উ. 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩): এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি এতে প্রথম প্রকাশিত হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের স্মরণে এ সংকলনটি ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ করেন। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখকের রচনা রয়েছে। এটি পুঁথিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র' (১৯৮২-৮৩)- ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি প্রকাশিত হওয়া শুরু হয়। এটি ১৫ খণ্ডে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ দলিল সংকলন।
"'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প' এর প্রধান নিযুক্ত হন। তাঁর সম্পাদনায় এটি ১৫ খণ্ডে ১৯৮২-৮৩ সালে প্রকাশিত হয়।
প্র. তাঁর কাব্যসমূহ কী কী?
উ. 'বিমুখ প্রান্তর' (১৯৬৩): এটি তাঁর প্রকাশিত প্রথম কাব্য। 'অমর একুশে' এ কাব্যের বিখ্যাত কবিতা।
'যখন উদ্যত সঙ্গীন' (১৯৭২): এটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য।
'আর্ত শব্দাবলী' (১৯৬৮), 'অন্তিম শরের মতো' (১৯৬৮),
'শোকার্ত তরবারী' (১৯৮২), 'ভবিতব্যের বাণিজ্য তরী' (১৯৮৩)।"
"প্র. তাঁর অন্যান্য রচনাবলি কী কী?
প্রবন্ধ: 'আধুনিক কবি ও কবিতা' (১৯৬৫), 'মূল্যবোধের জন্য' (১৯৭০), 'আলোকিত গহবর' (১৯৭৭), 'সাহিত্য প্রসঙ্গ' (১৯৭৩)।
গল্প: 'আরো দু'টি মৃত্যু' (১৯৭০)।
ভ্রমণকাহিনী: 'সীমান্ত শিবিরে'।"