প্র. তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কী কী? [৩৮তম বিসিএস লিখিত]
উ. তাঁর মোট কাব্যগ্রন্থ ৬৫টি।
'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। [২০তম বিসিএস লিখিত]
'বন্দী শিবির থেকে' (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭): ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপথগামী কিছু সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হলে শামসুর রাহমান অত্যন্ত ব্যথিত হন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের প্রত্যাশায় দেশীয় রূপকথা ও পুরাণকাহিনীর মিথের সংমিশ্রণে এবং চিত্রকল্পের উজ্জ্বল্যে তিনি রচনা করেন এ কাব্যের কবিতাগুলো।
'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুগকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।
'রৌদ্র করোটিতে' (১৯৬৩), 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), 'নিরালোকে দিব্যরথ' (১৯৬৮), 'নিজ বাসভূমে' (১৯৭০), 'দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩), 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪), 'আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪), 'এক ধরনের অহংকার' (১৯৭৫), 'আমি অনাহারী' (১৯৭৬), 'শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭), 'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮), 'প্রেমের কবিতা' (১৯৮১), 'ইকারুসের আকাশ' (১৯৮২), 'এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' (১৯৮৮), 'হরিণের হাড়' (১৯৯৩), 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬), 'হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭), 'না বাস্তব না দুঃস্বপ্ন (২০০৬)।
প্র. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের পরিচয় দাও। (৩৪/৩৫তম বিসিএস লিখিত)
উ. বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন সময়ে 'মজলুম আদিব' ছদ্মনামে 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি রচনা করেন। তার খ্যাতি ও পরিচিতি এ কাব্যের মাধ্যমে ব্যাপক বিস্তৃতি লাভ করে। এ কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ সময়ে রচিত। এর প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যটি ১৯৭১ সালের শহিদদের প্রতি উৎসর্গ করা হয়। এ গ্রন্থের ৩৮টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা', 'স্বাধীনতা তুমি' ইত্যাদি।
প্র. তাঁর উপন্যাসগুলো কী কী?
উ. 'অক্টোপাস' (১৯৮৩), 'অদ্ভুত আঁধার এক' (১৯৮৫), 'নিয়ত মন্তাজ' (১৯৮৫), 'এলো সে অবেলায়' (১৯৯৪)।
প্র. তাঁর অন্যান্য রচনাবলি কী কী?
আত্মস্মৃতি: 'স্মৃতির শহর' (১৯৭৯), 'কালের ধূলোয় লেখা' (২০০৪)।
শিশুতোষ: 'এলাটিং বেলাটিং' (১৯৭৫), 'ধান ভানলে কুঁড়ো দেবো' (১৯৭৭), 'লাল ফুলকির ছড়া' (১৯৯৫)।
প্রবন্ধ: 'আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬), 'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)
কবিতা:
'হাতির শুঁড়': ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে 'সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।
'টেলেমেকাস': ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।
'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন।
'আসাদের শার্ট': ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন।
'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা': মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।