প্র. পদাঘাতে আঠারো বছর বয়স কী ভাঙতে চায়?
উ. আঠারো বছর বয়স পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়।
প্র. 'আঠারো বছর বয়স' কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উ. 'আঠারো বছর বয়স' কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
প্র. আঠারো বছর বয়স কী জানে না?
উ. আঠারো বছর বয়স কাঁদতে জানে না।
প্র. কোন বয়স ভীরু, কাপুরুষ নয়?
উ. আঠারো বছর বয়স ভীরু, কাপুরুষ নয়।
প্র. তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয় কত বছর বয়সে?
উ. তরুণরা মাথা তুলবার ঝুঁকি নেয় আঠারো বছর বয়সে।
প্র. কখন তরুণ-প্রাণের বিরাট দুঃসাহসের উঁকি দেয়?
উ. আঠারো বছর বয়সে তরুণ প্রাণে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
প্র. কবি আঠারোর কী শুনতে পান?
প্র. কবি আঠারোর জয়ধ্বনি শুনতে পান।
উ. কবি আঠারোর জয়ধ্বনি শুনতে পান।
প্র. 'আঠারো বছর বয়স' কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উ. 'আঠারো বছর বয়স' কবিতাটি ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্র. আঠারো বছর বয়স কীসে কালো?
উ. আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো।
প্র. আঠারো বছরের তরুণেরা কীসের মতো চলে?
উ. আঠারো বছরের তরুণেরা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।
প্র. কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে?
উ. আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে।
প্র. কোন বয়সের প্রাণ তীব্র আর প্রখর?
উ. আঠারো বছর বয়সের প্রাণ তীব্র আর প্রখর।
প্র. আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?
উ. আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়।
প্র. 'আঠারো বছর বয়স' কবিতাটি কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উ. 'আঠারো বছর বয়স' কবিতাটি ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্র. আঠারো বছর বয়স কীসের মতো নয়?
উ. আঠারো বছর বয়স ভীরু কাপুরুষের মতো নয়।
প্র. আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উ. আঠারো বছর বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়।
প্র. ফ্যাসিবাদবিরোধী লেখক সংঘের কাব্যগ্রন্থের নাম কী?
উ. ফ্যাসিবাদবিরোধী লেখক সংঘের কাব্যগ্রন্থের নাম 'আকাল'।