প্র. 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত?
উ. 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধটি বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে সংকলিত হয়েছে।
প্র. আমলাতন্ত্র কী?
উ. রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে।
প্র. রেণু কে?
উ. রেণু হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
প্র. 'বায়ান্নর দিনগুলো' কোন জাতীয় রচনা?
উ. 'বায়ান্নর দিনগুলো' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা।
প্র. রেণুর পুরো নাম কী?
উ. রেণুর পুরো নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
প্র. ঢাকা জেলের ভেতর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ কীসের জন্যে প্রস্তুত হচ্ছিলেন?
উ, ঢাকা জেলের ভেতর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট করার জন্যে প্রস্তুত হচ্ছিলেন।
প্র. ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নারায়ণগঞ্জে ফেব্রুয়ারির কত তারিখে পূর্ণদিবস হরতাল পালিত হয়েছিল?
উ. ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নারায়ণগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি পূর্ণদিবস হরতাল পালিত হয়েছিল।
প্র. শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট করার আগে ওষুধ খেয়েছিলেন কেন?
উ. শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট করার আগে পেট পরিষ্কার করার জন্যে ওষুধ খেয়েছিলেন।।
প্র. অনশন শুরুর কত দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল?
উ. অনশন শুরুর চার দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল।
প্র. শেখ মুজিবুর রহমানের মতে, মানুষের কখন পদে পদে ভুল হতে থাকে?
উ. শেখ মুজিবুর রহমানের মতে, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে?
প্র. মহিউদ্দিন কী খাইয়ে বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়ে দেন?
উ. মহিউদ্দিন দুই চামচ ডাবের পানি খাইয়ে বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়ে দেন।
প্র. 'বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়'- উক্তিটি কার?
উ. 'বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়'- উক্তিটি শেখ মুজিবুর রহমানের।
প্র. 'অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে'- উক্তিটি কার?
উ. 'অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে'- উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
প্র. 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত কার হার্টের সমস্যা দেখা গিয়েছিল?
উ. "বায়ান্নর দিনগুলো" রচনায় বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হার্টের সমস্যা দেখা দিয়েছিলো।
প্র. কোন ব্যাপার নিয়ে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল?
উ. অনশন ধর্মঘটের ব্যাপারে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল।
প্র. শেখ মুজিবকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে নেওয়ার সময় কী ধরনের গাড়ি আনা হয়েছিল?
উ. শেখ মুজিবকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে নেওয়ার সময় ঘোড়ার গাড়ি আনা হয়েছিল।
প্র. শেখ মুজিবকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে নেওয়ার পথে কোন থানায় নিয়ে যাওয়া হয়েছিল?
উ. শেখ মুজিবকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে নেওয়ার পথে নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
প্র. শেখ মুজিব নারায়ণগঞ্জ থানার চেনা লোকটিকে কাকে খবর দিতে বলেছিলেন?
উ. শেখ মুজিব নারায়ণগঞ্জ থানার চেনা লোকটিকে শামসুজ্জোহাকে খবর দিতে বলেছিলেন।
প্র. মহিউদ্দিন কোন রাজনৈতিক দলের সহকর্মী?
উ. মহিউদ্দিন আওয়ামী লীগের সহকর্মী।
প্র. মহিউদ্দিন কত তারিখে মুক্তি পান?
উ. মহিউদ্দিন ২৮ ফেব্রুয়ারি মুক্তি পান।
প্র. কার নাকের ভেতর ঘা হয়েছিল?
উ. শেখ মুজিবুর রহমানের নাকের ভেতর ঘা হয়েছিল।
প্র. অনশন শুরুর কয় দিন পর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল?
উ. অনশন শুরুর চার দিন পর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।
প্র. ফেব্রুয়ারির কত তারিখে ফরিদপুরে শোভাযাত্রা হয়েছিল?
উ. ফেব্রুয়ারির ২২ তারিখে ফরিদপুরে শোভাযাত্রা হয়েছিল।
প্র. শেখ মুজিবকে জেল থেকে নেওয়ার জন্যে কে এসেছিলেন?
উ. শেখ মুজিবকে জেল থেকে নেওয়ার জন্যে তাঁর আব্বা (বাবা) এসেছিলেন।
প্র. শেখ মুজিবকে দেখার জন্যে কে ব্যস্ত হয়ে পড়েছিলেন?
উ. শেখ মুজিবকে দেখার জন্যে রেণু ব্যস্ত হয়ে পড়েছিলেন।
প্র. নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ঘাটে পৌঁছালেন?
উ. নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোয়ালন্দ ঘাটে পৌঁছালেন।
প্র. ডাক্তার সাহেব শেখ মুজিবুর রহমানের জন্যে কী এনেছিলেন?
উ. ডাক্তার সাহেব শেখ মুজিবুর রহমানের জন্যে ডাবের পানি এনেছিলেন।
প্র. মোখলেসুর রহমান কোন দায়িত্বে নিয়োজিত ছিলেন?
উ. মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
প্র. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হয়েছিল?
উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির হয়েছিল।
প্র. নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করলেন?
উ, নারায়ণগঞ্জের সহকর্মীরা জাহাজ না ছাড়া পর্যন্ত অপেক্ষা করলেন।
প্র. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে যান তখন কামালের বয়স কত?
উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে যান তখন কামালের বয়স মাত্র কয়েক মাস।
প্র. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কার হাতে ডাবের পানি পান করে অনশন ভঙ্গ করেন?
উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মহিউদ্দিনের হাতে ডাবের পানি পান করে অনশন ভঙ্গ করেন।
প্র. শেখ মুজিবুর রহমান জেলে বসে কয়টি চিঠি লেখেন?
উ. শেখ মুজিবুর রহমান জেলে বসে চারটি চিঠি লেখেন।
প্র. কে শেখ মুজিবের অনশন ভাঙিয়ে দেন?
উ. মহিউদ্দিন শেখ মুজিবের অনশন ভাঙিয়ে দেন।
প্র. ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল?
উ. ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল।
প্র. অনশনকারীরা ইচ্ছে করে কোন খাবারটি খেতেন?
উ. অনশনকারীরা ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন।
প্র. শেখ মুজিবের মুক্তির জন্যে ফরিদপুর থানায় কয়টি অর্ডার এসেছিল?
উ. শেখ মুজিবের মুক্তির জন্যে ফরিদপুর থানায় দুটি অর্ডার এসেছিল।