প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকটি কোন যুদ্ধের পটভূমিতে রচিত?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকটি পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত।
প্র. পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উ. পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকে কতটি অঙ্ক রয়েছে?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকে চারটি অঙ্ক রয়েছে।
প্র. পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উ. পলাশি ভাগীরথী (গঙ্গার শাখা নদী) নদীর তীরে অবস্থিত।
প্র. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল?
উ. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে তিনহাজার সৈন্য ছিল।
প্র. পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি?
উ. পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল আটটি।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম দৃশ্যে কোন সালের কথা উল্লেখ করা হয়েছে?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম দৃশ্যে ১৭৫৬ সালের কথা উল্লেখ করা হয়েছে।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপ কার?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপ ক্যাপ্টেন ক্লেটনের।
প্র. নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন?
উ. নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ ছিলেন রাজা মানিকচাঁদ।
প্র. সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন?
উ. সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন।
প্র. নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন?
উ. নবাব সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন।
প্র. নবাব কলকাতা শহরের নতুন নাম কী দিয়েছিলেন?
উ. নবাব কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন আলিনগর।
প্র. কে ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন?
উ. নবাব আলিবর্দি খাঁ ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন।
প্র. ব্রিটিশ সিংহ বলতে কাকে বোঝানো হয়েছে?
উ. ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনকে বোঝানো হয়েছে।
প্র. কোম্পানির ঘুষখোর ডাক্তার কে?
উ. কোম্পানির ঘুষখোর ডাক্তার হলেন হলওয়েল।
প্র. ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়?
উ. ইংরেজরা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়।
প্র. কে হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন?
উ. নবাব সিরাজউদ্দৌলা হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন।
প্র. সাদা নিশান কীসের প্রতীক?
উ. সাদা নিশান যুদ্ধ বন্ধের বা শান্তির প্রতীক।
প্র. 'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন-এ বড় লজ্জার কথা।' এ সংলাপটি কার?
উ. 'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন-এ বড় লজ্জার কথা।' এ সংলাপটি উমিচাঁদের।
প্র. উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে কী রঙের নিশান উড়িয়ে দিতে বলেন?
উ. উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে সাদা রঙের নিশান উড়িয়ে দিতে বলেন।
প্র. দূর্গের ভেতরে কাদের অবস্থা শোচনীয় ছিল?
উ. দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয় ছিল।
প্র. ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে অস্ত্র আমদানি করেছিল কোথায়?
উ. ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে কাশিমবাজার কুঠিতে অস্ত্র আমদানি করেছিল।
প্র. ফরাসি অধিকৃত এলাকা কোনটি?
উ. ফরাসি অধিকৃত এলাকা চন্দননগর।
প্র. সিরাজউদ্দৌলার নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দিয়েছিল?
উ. সিরাজউদ্দৌলার নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা রাজা কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিল।
প্র. সিরাজউদ্দৌলা কোথায় ফিরে গিয়ে বন্দিদের বিচার করবেন?
উ. সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে ফিরে গিয়ে বন্দিদের বিচার করবেন।
প্র. সিরাজউদ্দৌলা কোথা থেকে ইংরেজদের বিতাড়িত করেন?
উ. সিরাজউদ্দৌলা কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করেন।
প্র. ইংরেজদের মূল দামের চেয়ে কতগুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়?
উ. ইংরেজদের মূল দামের চেয়ে চার গুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়।
প্র. কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক দলবলসহ কোন জাহাজে আশ্রয় গ্রহণ করে?
উ. কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক দলবলসহ ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় গ্রহণ করে।
প্র. ঘসেটি বেগম কাকে সিংহাসনে বসাতে চায়?
উ. ঘসেটি বেগম শওকত জঙ্গকে সিংহাসনে বসাতে চায়।
এ. শওকত জঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে কার?
উ. শওকতজঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে ঘসেটি বেগমের।
প্র. ঘসেটি বেগম আমিনা বেগমের কোন পুত্রকে পোষ্যপুত্র রাখেন?
উ. ঘসেটি বেগম আমিনা বেগমের পুত্র একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র রাখেন।
প্র. সিরাজউদ্দৌলার মতে, চারদিকে ষড়যন্ত্রের জালের মধ্যে কার প্রাসাদের বাইরে থাকাটা নিরাপদ নয়?
উ. সিরাজউদ্দৌলার মতে, ঘসেটি বেগমের প্রাসাদের বাইরে থাকাটা নিরাপদ নয়।
প্র. 'ক্লাইভের গাধা' কে?
উ. 'ক্লাইভের গাধা' হচ্ছে মিরজাফর।
প্র. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
উ. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর হলো নারান সিং।
প্র. রাইসুল জুহালার প্রকৃত নাম কী?
উ. রাইসুল জুহালার প্রকৃত নাম নারান সিং।
প্র. নবাব সিরাজউদ্দৌলা কোন জলসা চিরকালের মতো ভেঙে দিয়েছিলেন?
উ. নবাব সিরাজউদ্দৌলা মতিঝিলের জলসা চিরকালের মতো ভেঙে দিয়েছিলেন।
প্র. লবণের ইজারাদার কে?
উ. লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ।
প্র. সিরাজউদ্দৌলা কোম্পানিকে কীসের ইজারা দিয়েছিলেন?
উ. সিরাজউদ্দৌলা কোম্পানিকে লবণের ইজারা দিয়েছিলেন।
প্র. সিরাজউদ্দৌলার মতে, কার হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে?
উ. সিরাজউদ্দৌলার মতে, ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে।
প্র. চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি কত টাকা পাবে?
উ. চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি এক কোটি টাকা পাবে।
প্র. রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন?
উ. রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন।
প্র. কে আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল?
উ. আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল মিরজাফর।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত কে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছিলেন?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত রায়দুলর্ভ ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছিলেন।
প্র. সিরাজউদ্দৌলা কার নিকট থেকে টাকা ধার নিয়েছিলেন?
উ. সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের নিকট থেকে টাকা ধার নিয়েছিলেন।
প্র. মোহনলালের তথ্য মতে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত?
উ. মোহনলালের তথ্য মতে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ৫০ হাজারের বেশি।
প্র. মোহনলাল কোথায় ফিরে সিরাজউদ্দৌলাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে?
উ. মোহনলাল মুর্শিদাবাদে ফিরে সিরাজউদ্দৌলাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে।
প্র. কার শেষ যুদ্ধ পলাশিতেই?
উ. মোহনলালের শেষ যুদ্ধ পলাশিতেই।
প্র. সাঁফ্রে কে ছিলেন?
উ. সাঁফ্রে ছিলেন পলাশির যুদ্ধে নবাবের পক্ষে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতি।
প্র. নারান সিংহকে হত্যা করা হয়েছিল কার নির্দেশে?
উ. নারান সিংহকে হত্যা করা হয়েছিল ক্লাইভের নির্দেশে।
প্র. সিরাজউদ্দৌলা কোন সৈন্যদের হাতে বন্দি হয়েছেন?
উ. সিরাজউদ্দৌলা মির কাসেমের সৈন্যদের হাতে বন্দি হয়েছেন।
প্র. সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হয়েছেন?
উ. সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হয়েছেন।
প্র. বন্দি সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় রাখা হয়?
উ. বন্দি সিরাজউদ্দৌলাকে জাফরাগঞ্জের কয়েদখানায় রাখা হয়।
প্র. মিরজাফর বাংলার মসনদের জন্য কার কাছে ঋণী?
উ. মিরজাফর বাংলার মসনদের জন্য ক্লাইভের কাছে ঋণী।
প্র. 'ইনি কি নবাব না ফকির'- উক্তিটি কার?
উ. 'ইনি কি নবাব না ফকির'- উক্তিটি ক্লাইভের।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকে কে আত্মহত্যা করতে চায়?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ আত্মহত্যা করতে চায়।
প্র. কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
উ. মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।
প্র. কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে?
উ. দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে।
প্র. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
উ. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ।
প্র. 'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
উ. 'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ মোহাম্মদি বেগের।
প্র. সিরাজউদ্দৌলার নানার নাম কী?
উ. সিরাজউদ্দৌলার নানার নাম আলিবর্দি খাঁ।
প্র. নবাব আলিবর্দি খাঁর দ্বিতীয় কন্যার নাম কী?
উ. নবাব আলিবর্দি খাঁর দ্বিতীয় কন্যার নাম শাহ বেগম।
প্র. নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র কে ছিলেন?
উ. নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র ছিলেন সিরাজউদ্দৌলা।
প্র. মিরজাফর কে?
উ. মিরজাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বা সিপাহসালার।
প্র. মিরজাফর কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন?
উ. মিরজাফর পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন।
প্র. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার কে ছিলেন?
উ. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন।
প্র. ঘসেটি বেগমের অন্য নাম কী?
উ. ঘসেটি বেগমের অন্য নাম মেহেরুন্নেসা।
প্র. নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কী?
উ. নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা।
প্র. সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
উ. সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম।
প্র. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উ. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা।
প্র. সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী?
উ. সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মুহম্মদ ইরিচ খাঁ।
প্র. রাজবল্লভ কে ছিলেন?
উ. রাজবল্লভ ছিলেন নবাবের বিশ্বাসঘাতক এবং অর্থলোলুপ মন্ত্রী।