প্র. অমোঘ অনন্য অস্ত্র কী?
উ. অমোঘ অনন্য অস্ত্র হচ্ছে ভালোবাসা।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় পর্বগুলোর বিন্যাস কেমন?
উ. 'সেই অস্ত্র' কবিতায় পর্বগুলোর বিন্যাস অসম।
প্র. 'সেই অস্ত্র' কবিতাটির রচয়িতা কে?
উ. 'সেই অস্ত্র' কবিতাটির রচয়িতা আহসান হাবীব।
প্র. আহসান হাবীবের কবি প্রতিভার মূলসুর কী?
উ. আহসান হাবীবের কবি প্রতিভার মূলসুর এক সুগভীর জীবনঘনিষ্ঠ আশাবাদী চেতনা।
প্র. 'সেই অস্ত্র' কবিতাটির গঠনগত বিশেষত্ব কী?
উ. 'সেই অস্ত্র' কবিতাটির গঠনগত বিশেষত্ব হলো এর অনাড়ম্বর সহজ গতিময়তা।
প্র. 'সেই অস্ত্র' কবিতাটি কোন ছন্দে রচিত?
উ. 'সেই অস্ত্র' কবিতাটি অন্ত্যমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় কোন নগরীর উল্লেখ রয়েছে?
উ. 'সেই অস্ত্র' কবিতায় ট্রয়নগরীর উল্লেখ রয়েছে।
প্র. ট্রয়নগরী কোথায় অবস্থিত?
উ. ট্রয়নগরী প্রাচীন গ্রিসে অবস্থিত।
প্র. 'অবিনাশী' শব্দের অর্থ কী?
উ. 'অবিনাশী' শব্দের অর্থ হলো শাশ্বত।
প্র. জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা কোন বিশ্বযুদ্ধের ফল?
উ. জাপানের হিরোশিমা-নাগাসাকিতে ঘটে যাওয়া নৃশংসতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল।
প্র. 'সেই অস্ত্র' উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
উ. 'সেই অস্ত্র' উত্তোলিত হলে বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় ভালোবাসা দিয়ে কীসের অভিমানকে বার বার পরাজিত করা যায়?
উ. 'সেই অস্ত্র' কবিতায় ভালোবাসা দিয়ে জাত্যভিমানকে বার বার পরাজিত করা যায়।
প্র. 'অমোঘ অনন্য অস্ত্র' কী?
উ. অমোঘ অনন্য অস্ত্র হলো ভালোবাসা।
প্র. 'অমোঘ' শব্দের অর্থ কী?
উ. 'অমোঘ' শব্দের অর্থ অবশ্যম্ভাবী বা সার্থক।
প্র. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম কী?
উ. প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত শহরের নাম ট্রয়নগরী।
প্র. সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কী হবে?
উ. সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরও কল্লোলিত হবে।
প্র. সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?
উ. সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না।
প্র. কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে কোথায় অগ্ন্যুৎপাত হবে না?
উ. কবির সেই অস্ত্র ব্যাপ্ত হলে মানব বসতি বুকে অগ্ন্যুৎপাত হবে না।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় কবি কী ফিরে পেতে চান?
উ. 'সেই অস্ত্র' কবিতায় কবি হৃতবোধকে ফিরে পেতে চান।
প্র. আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয় কোন অস্ত্র?
উ. আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দেয় অবিনাশী অস্ত্র।
প্র. কবির সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার কী বিধ্বস্ত হবে না?
উ. কবির সেই অস্ত্র উত্তোলিত হলে বার বার ট্রয়নগরী বিধ্বস্ত হবে না।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় ট্রয়নগরী বার বার ধ্বংস হয়েছে কেন?
উ. 'সেই অস্ত্র' কবিতায় মানুষের হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে ট্রয়নগরী বার বার ধ্বংস হয়েছে।
প্র. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে?
উ. ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে অরণ্য আরও সবুজ হবে।
প্র. 'সেই অস্ত্র' কবিতায় কে অবিনাশী অস্ত্রের প্রত্যাশী?
উ. 'সেই অস্ত্র' কবিতায় কবি আহসান হাবীব অবিনাশী অস্ত্রের প্রত্যাশী।