মাসি-পিসি রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'সালতি' শব্দের অর্থ কী?

উ. শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।

প্র. কার শাশুড়ি ননদ বাঘের মত ছিল?

উ. মাসির শাশুড়ি ননদ বাঘের মত ছিল।

প্র. আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে গেছে?

উ. আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে গেছে।

প্র. আহ্লাদির স্বামীর নাম কী?

উ. আহ্লাদির স্বামীর নাম জগু।

প্র. কাদের সেবাযত্নে আহ্লাদি সেবার বেঁচে গিয়েছিল?

উ. মাসি-পিসির সেবাযত্নে আহ্লাদি বেঁচে গিয়েছিল।

প্র. সালতি কোথায় লাগানো ছিল?

উ. সালতি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল।

প্র. 'লোকটা কেমন বদলে গেছে মাসি'- এখানে কার বদলানোর কথা বলা হয়েছে?

উ. 'লোকটা কেমন বদলে গেছে মাসি'- এখানে জগুর বদলানোর কথা বলা হয়েছে।

প্র. কে আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে?

উ. কৈলাশ আহ্লাদিকে শ্বশুর ঘরে পাঠানোর কথা বলেছে।

প্র. জগু'র সাথে কৈলাশের কোথায় দেখা হয়?

উ. জগু'র সাথে কৈলাশের চায়ের দোকানে দেখা হয়।

প্র. 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো'- কথাটি কে বলেছিল?

উ. 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো'- কথাটি মাসি বলেছিল।

প্র. 'মাসি-পিসি' গল্পের বুড়োর লোকটির নাম কী?

উ. 'মাসি-পিসি' গল্পের বুড়োর লোকটির নাম রহমান।

প্র. 'সোয়ামি নিতে চাইলে বৌকে আটকে রাখার নিয়ম নেই।' উক্তিটি কার?

উ. 'সোয়ামি নিতে চাইলে বৌকে আটকে রাখার নিয়ম নেই।' উক্তিটি কৈলাশের।

প্র. 'মাসি-পিসি' গল্পে বর্ণিত চৌকিদারের নাম কী?

উ. 'মাসি-পিসি' গল্পে বর্ণিত চৌকিদারের নাম কানাই।

প্র. 'বেলা আর নেই কৈলেশ'- উক্তিটি কার?

উ. 'বেলা আর নেই কৈলেশ'- উক্তিটি মাসির।

প্র. মাসি পিসিকে কী বলে সম্বোধন করত?

উ. মাসি পিসিকে বেয়াইন বলে সম্বোধন করত।

প্র. আহ্লাদির জমিজমার সিকি ভাগ ছাড়া বাকিটা কার দখলে গেছে?

উ. আহ্লাদির জমিজমার সিকি ভাগ ছাড়া বাকিটা গোকুলের দখলে গেছে।

প্র. 'বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব'- কথাটি কে বলেছিল?

উ. 'বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব'- কথাটি মাসি বলেছিল।

প্র. 'মাসি-পিসি' গল্পে বর্ণিত শকুনরা উড়ে এসে কোথায় বসেছে?

উ. 'মাসি-পিসি' গল্পে বর্ণিত শকুনরা উড়ে এসে পাতাশূন্য শুকনো গাছটায় বসেছে।

প্র. 'মাসি-পিসি' গল্পে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কারা?

উ. 'মাসি-পিসি' গল্পে বর্ণিত মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে।

প্র. 'সজাগ রইতে হবে রাতটা'- উক্তিটি কার?

উ. 'সজাগ রইতে হবে রাতটা'- উক্তিটি মাসির।

প্র. 'সালতি' শব্দের অর্থ কী?

উ. শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।

প্র. মাসি-পিসি গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উ. মাসি-পিসি গল্প কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্র. 'রসুই চালা' শব্দের অর্থ কী?

উ. 'রসুই চালা' শব্দের অর্থ রান্নাঘর।

প্র. 'ও মাসি ও পিসি, রাখো রাখো খবর আছে শুনে যাও।' - উক্তিটি কার?

উ. 'ও মাসি ও পিসি, রাখো রাখো খবর আছে শুনে যাও।' উক্তিটি কৈলাশের।

প্র. 'এবার সে মামলা করবে বৌ নেবার জন্যে' কে মামলা করবে?

উ. জগু বৌ নেবার জন্য মামলা করবে।

প্র. 'এত রাতে মেয়েলোককে কাছারিবাড়ি ডাকছে কর্তার লজ্জা করে না কানাই?' উক্তিটি কার?

উ. 'এত রাতে মেয়েলোককে কাছারিবাড়ি ডাকছে কর্তার লজ্জা করে কী না' এমন উক্তি পিসির।

প্র. মাসি-পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন?

উ. কানাইদের ভড়কে দেওয়ার জন্য মাসি-পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল।

প্র. খালি ঘরে কাকে রেখে যাবার সাহস হয় না?

উ. খালি ঘরে আহাদিকে রেখে যেতে সাহস হয় না।

প্র. কার মতে, গুড়িখানায় জগু বারো মাস পড়ে থাকে?

উ. পিসির মতে, গুড়িখানায় জগু বারো মাস পড়ে থাকে।

প্র. মাসি-পিসি কর্তার বাড়িতে কখন যেতে চাইল?

উ. মাসি-পিসি কর্তার বাড়িতে সকালবেলা যেতে চাইল।

প্র. মাসি-পিসি কী নিয়ে কানাইয়ের দিকে তেড়ে এসেছিল?

উ. মাসি-পিসি বঁটি আর কাটারি নিয়ে কানাইয়ের দিকে তেড়ে এসেছিল।

প্র. কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?

উ. কৈলাশের মাথায় কদম ছাঁটা রুক্ষ চুল।

প্র. মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?

উ. মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।

প্র. কোন লোকটা মাসি-পিসির কাছে অচেনা মনে হয়েছিল?

উ. মাথায় লাল পাগড়ি আঁটা লোকটাকে মাসি-পিসির কাছে অচেনা মনে হয়েছে।

প্র. কী উপলক্ষ্যে মাসি-পিসি উপোষ করত?

উ. শুক্লপক্ষের একাদশী উপলক্ষ্যে মাসি-পিসি উপোষ করত।

প্র. মাসি-পিসি কী পণ করেছে?

উ. মাসি-পিসি আহাদিকে জগুর ঘরে ফেরত না পাঠানোর পণ করেছে।

প্র. কখন কৈলাশের স্বভাব বিগড়ে যায়?

উ. হাতে দুটো পয়সা এলে কৈলাশের স্বভাব বিগড়ে যায়।

প্র. যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল কী করে রাখে?

উ. যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে।

প্র. আহ্লাদি কোন পর্যন্ত মাথার ঘোমটা টেনে দেয়?

উ. আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত মাথার ঘোমটা টেনে দেয়।

প্র. মাসি-পিসির সালতিতে কে বসে ছিল?

উ. মাসি-পিসির সালতিতে আহাদি বসে ছিল।

প্র. মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে কী বিক্রি করেছিল?

উ. মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে ছাগল বিক্রি করেছিল।

প্র. মাসি-পিসি কীভাবে শহরে যেত?

উ. মাসি-পিসি সালতি বেয়ে শহরে যেত।

প্র. কানাই কার চৌকিদার?

উ. কানাই কর্তাবাবুর চৌকিদার।

প্র. কোন জিনিসের প্রতি জণ্ডর প্রচণ্ড লোভ রয়েছে?

উ. মুফতে যা পাওয়া যায়, এমন জিনিসের প্রতি জণ্ডর প্রচণ্ড লোভ রয়েছে।

প্র. 'মাসি-পিসি' গল্পে পিসির মতে, কী দেখলে পাষাণ নরম হয়?

উ. 'মাসি-পিসি' গল্পে পিসির মতে, ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়।

প্র. মাসি-পিসি জগুকে খাওয়ানোর জন্যে কী বিক্রি করেছিল?

উ. মাসি-পিসি জগুকে খাওয়ানোর জন্যে ছাগল বিক্রি করেছিল।

প্র. খালি ঘরে কাকে রেখে যাবার সাহস হয় না?

উ. খালি ঘরে আহ্লাদিকে রেখে যাবার সাহস হয় না।

Reference: অগ্রদূত বাংলা