সাম্যবাদী কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্র. 'দেউল' কী?

উ. 'দেউল' শব্দের অর্থ দেবালয় বা মন্দির।

প্র. শাক্যমুনি কে?

উ. 'শাক্যমুনি' হলেন শাক বংশে জন্ম নেওয়া বুদ্ধদেব।

প্র. সকলের দেবতার বিশ্ব-দেউল কী?

উ. সকলের দেবতার বিশ্ব-দেউল হলো মানবহৃদয়।

প্র. 'জেন্দাবেস্তা' কী?

উ. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা, দুটো মিলে হয় 'জেন্দাবেস্তা'।

প্র. ভীল কী?

উ. 'ভীল' হলো ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠীবিশেষ।

প্র. 'চার্বাক' কে?

উ. 'চার্বাক' একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি।

প্র. 'সাম্যবাদী' কবিতায় বর্ণিত কে মানবের মহা-বেদনার ডাক শুনতেন?

উ. শাক্যমুনি মহা-বেদনার ডাক শুনতেন।

প্র. শাক্যমুনির কোন বংশে জন্ম?

উ. শাক্যমুনির জন্ম শাকবংশে।

প্র. 'সাম্যবাদী' কবিতায় কবি কীসের গান গেয়েছেন?

উ. 'সাম্যবাদী' কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন।

প্র. সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে?

উ. সকল কেতাব ও কালের জ্ঞান মানুষের মধ্যে রয়েছে।

প্র. কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় কী নেই?

উ. কবির মতে, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির-কাবা নেই।

প্র. 'পণ্ডশ্রম' অর্থ কী?

উ. 'পণ্ডশ্রম' অর্থ বিফল পরিশ্রম।

প্র. বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের কী বলা হয়?

উ. বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের যুগাবতার বলা হয়।

প্র. বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক কে?

উ. বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধ।

প্র. 'সাম্যবাদী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?

উ. 'সাম্যবাদী' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের নাম কবিতা।

প্র. 'শ্রীমদ্‌ভগবদ্‌গীতা' কার মুখনিঃসৃত বাণী?

উ. 'শ্রীমদ্ভগবদগীতা' শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী।

প্র. কোন গ্রন্থ থেকে 'সাম্যবাদী' কবিতাটি সংকলন করা হয়েছে?

উ. 'নজরুল রচনাবলি'র প্রথম খণ্ড থেকে 'সাম্যবাদী' কবিতাটি সংকলন করা হয়েছে।

প্র. সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে কোথায়?

উ. সকল যুগাবতারের সন্ধান পাওয়া যাবে মানুষের হৃদয়ে।

প্র. 'ত্রিপিটক' কী?

উ. 'ত্রিপিটক' বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম।

প্র. বাইবেল কাদের ধর্মগ্রন্থের নাম?

উ. বাইবেল খ্রিষ্টানদের ধর্মগ্রন্থের নাম।

প্র. 'মদিনা' কোন দেশের শহরের নাম?

উ. 'মদিনা' সৌদি আরবের শহরের নাম।

প্র. 'কাশী' কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান?

উ. 'কাশী' হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান।

প্র. 'সাম্যবাদী' কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবন কোথায়?

উ. 'সাম্যবাদী' কবিতায় বর্ণিত কবির কাছে কাশী, মথুরা, বৃন্দাবনের অবস্থান নিজ হৃদয়ে।

প্র. মুসা (আ.) কে?

উ. মুসা (আ.) হলেন আল্লাহর নবি।

প্র. বাঁশির কিশোর বলা হয়েছে কাকে?

উ. বাঁশির কিশোর বলা হয়েছে যুগাবতার শ্রীকৃষ্ণকে।

প্র. 'কন্দরে' শব্দের অর্থ কী?

উ. 'কন্দরে' শব্দের অর্থ হলো পর্বতের গুহায়।।

প্র. জেরুজালেম কোথায় অবস্থিত?

উ. জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত।

প্র. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কী?

উ. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম 'জেন্দা'।

প্র. কনফুসিয়াস কে?

উ. কনফুসিয়াস চীনের দার্শনিক।

প্র. 'বাঁশির কিশোর' কী গেয়েছিলেন?

উ. 'বাঁশির কিশোর' মহা-গীতা গেয়েছিলেন।

প্র. 'সাম্যবাদী' কবিতার মূলসুর কী?

উ. 'সাম্যবাদী' কবিতার মূলসুর হলো বৈষম্যহীন মানবসমাজ গঠনের প্রত্যাশা।

প্র. জৈন কী?

উ. জৈন হচ্ছে 'মহাবীর' প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি।

প্র. পার্সিরা কোন দেশের নাগরিক?

উ. পার্সিরা ইরানের নাগরিক।

প্র. বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারককে কী বলে?

উ. বৌদ্ধধর্মের প্রবর্তক ও প্রচারককে গৌতম বুদ্ধ বলে।

প্র. কোরানের সাম-গান কে গেয়েছেন?

উ. কোরানের সাম-গান গেয়েছেন হজরত মুহম্মদ (স.)।

প্র. আরব-দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?

উ. আরব-দুলাল কন্দরে বসে আহ্বান শুনতেন।

প্র. 'সাম্যবাদী' কবিতা অনুসারে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে?

উ. 'সাম্যবাদী' কবিতা অনুসারে সকল শাস্ত্র মানুষের নিজ প্রাণে খুঁজে পাওয়া যাবে।

প্র. ঈসা-মুসা কোথায় সত্যের পরিচয় পেয়েছিলেন?

উ. ঈসা-মুসা হৃদয়ের মাঝে সত্যের পরিচয় পেয়েছিলেন।

Reference: অগ্রদূত বাংলা