প্র. 'আমার পথ' প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন?
উ. 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন।
প্র. 'আমার পথ' প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উ. 'আমার পথ' প্রবন্ধে 'আমার পথ' আমাকে আমার সত্য দেখাবে।
প্র. কাজী নজরুলের মতে, আপন সত্য কী দেখাবে?
উ. কাজী নজরুলের মতে, আপন সত্যই আমার পথ দেখাবে।
প্র. অন্তরে কীসের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না?
উ. অন্তরে মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না।
প্র. কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উ. নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।
প্র. অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?
উ. অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।
প্র. গান্ধীজি তার দেশবাসীকে কী শেখাচ্ছিলেন?
উ. গান্ধীজি তার দেশবাসীকে স্বাবলম্বী হতে শেখাচ্ছিলেন।
প্র. অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উ. অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না।
প্র. কী চিনলে আত্মনির্ভরতা আসে?
উ. আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।
প্র. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উ. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।
প্র. সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়?
উ. সমাজের নিয়ম পাল্টাতে গেলে সমাজরক্ষকদের আক্রমণের শিকার হতে হয়।
প্র. 'কুর্নিশ' শব্দটির অর্থ কী?
উ. 'কুর্নিশ' শব্দটির অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন।
প্র. যার মনে মিথ্যা সে কোনটিকে ভয় পায়?
উ. যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায়।
প্র. 'আমার পথ' প্রবন্ধে বর্ণিত কে প্রাবন্ধিককে পথ দেখাবে?
উ. 'আমার পথ' প্রবন্ধে বর্ণিত প্রাবন্ধিকের সত্যই তাঁকে পথ দেখাবে।
প্র. 'মেকি' শব্দের অর্থ কী?
উ. 'মেকি' শব্দের অর্থ মিথ্যা বা কপট।
প্র. সম্মার্জনা শব্দের অর্থ কী?
উ. সম্মার্জনা শব্দের অর্থ ঘষে-মেজে পরিষ্কার করা।
প্র. 'আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ কী?
উ. 'আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ অগ্নি-পতাকা।
প্র. 'কান্ডারি' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উ. 'কাণ্ডারি' শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
প্র. প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?
উ. প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন।
প্র. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রুকে দূর করতে কীসের প্রয়োজন?
উ. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনার প্রয়োজন।
প্র. কী করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়?
উ. সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়।
প্র. 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কখন মনে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আসে?
উ. 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, পারলে মনে একটা 'ডোন্টকেয়ার' ভাব আসে।
প্র. যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কী থাকে না?
উ. যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের বৈষম্য থাকে না।
প্র. 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, কাউকে আর চিনতে বাকি থাকে না কার?
উ. যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।
প্র. প্রাবন্ধিকের মতে, কে বাইরে ভয় পায়?
উ. প্রাবন্ধিকের মতে, যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায়।
প্র. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?
উ. সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।
প্র. 'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উ. 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধগ্রন্থ।