প্রথম প্রকাশিত রচনাবলি

 

কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম প্রকাশিত রচনাবলিঃ
প্রথম প্রকাশিত রচনা/গল্পবাউণ্ডেলের আত্মকাহিনী' (১৯১৯)। এটি 'সওগাত' পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
প্রথম প্রকাশিত কবিতামুক্তি' (১৯১৯)। এটি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির পত্রিকা 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'য় প্রকাশিত হয়।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থঅগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। কবি এ কাব্যটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে। এর বিখ্যাত কবিতা 'বিদ্রোহী', এটি 'সাপ্তাহিক বিজলী' পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১)-জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয় (সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান)। 'বিদ্রোহী' কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা। 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'।
প্রথম প্রকাশিত প্রবন্ধতুর্কমহিলার ঘোমটা খোলা' (১৯১৯)। এটি 'সওগাত' পত্রিকার কার্তিক সংখ্যায় (অক্টোবর-নভেম্বর) প্রকাশিত হয়।
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থযুগবাণী' (অক্টোবর, ১৯২২)
প্রথম প্রকাশিত গ্রন্থ/গল্পগ্রন্থব্যথার দান (১৯২২)
প্রথম প্রকাশিত নাটকঝিলিমিলি' (১৯৩০)
প্রথম প্রকাশিত উপন্যাসবাঁধনহারা' (১৯২৭)
Reference: অগ্রদূত বাংলা