প্র. কবি জীবনানন্দ দাশকে 'নির্জনতম' কবি বলে আখ্যায়িত করেছেন কে?
উ. জীবনানন্দ দাশকে 'নির্জনতম' কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু।
প্র. বরুণের স্ত্রীর নাম কী?
উ. বরুণের স্ত্রীর নাম- বারুণী।
প্র. সবুজ ডাঙা কীসে ভরে আছে?
উ. সবুজ ডাঙা মধুরূপী ঘাসে ভরে আছে।
প্র. বারুণী কে?
উ. বারুণী হলেন জলের দেবতা বরুণের স্ত্রী।
প্র. জীবনানন্দ দাশ কার কাছ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেছিলেন?
উ. মা কুসুমকুমারী দাশের কাছ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেছিলেন।
প্র. এই পৃথিবীর সবচেয়ে সুন্দর করুণ স্থান বলা হয়েছে কোনটিকে?
উ. এই পৃথিবীর সবচেয়ে সুন্দর করুণ স্থান বলা হয়েছে বাংলাদেশকে।
প্র. কবি জীবনানন্দের কাছে সবচেয়ে সুন্দর করুণ কী?
উ. কবি জীবনানন্দের কাছে সবচেয়ে সুন্দর করুণ তাঁর জন্মভূমি।
প্র. লক্ষ্মীপেঁচা কীসের মতো অস্ফুট?
উ. লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট।
প্র. কার বরে শঙ্খমালা বাংলার ঘাস আর ধানের ভিতর জন্মেছে?
উ. বিশালাক্ষ্মীর বরে শঙ্খমালা বাংলার ঘাস আর ধানের ভিতর জন্মেছে।
প্র. পানের বনের মতো হাওয়ায় চঞ্চল বলা হয়েছে কাকে?
উ. পানের বনের মতো হাওয়ায় চঞ্চল বলা হয়েছে শঙ্খচিলকে।
প্র. কবির চোখে সমগ্র পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি?
উ. কবির চোখে সমগ্র পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বাংলাদেশ।
প্র. 'বিশালাক্ষী' শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উ. 'বিশালাক্ষী' শব্দটি দ্বারা আয়াতলোচনা দেবী দুর্গাকে বোঝানো হয়েছে।
প্র. 'নাটা' কী?
উ. নাটা হচ্ছে গোলাকার ক্ষুদ্র ফল বা তার বীজ।
প্র. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় হলুদ শাড়ি পরিহিতা রূপসীর নাম কী?
উ. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় হলুদ শাড়ি পরিহিতা রূপসীর নাম 'শঙ্খমালা'।
প্র. কী দিয়ে জলের দেবতা এদেশের নদ-নদীকে স্রোতস্বিনী রাখে?
উ. অনিঃশেষ জলধারা দিয়ে জলের দেবতা এদেশের নদ- নদীকে স্রোতস্বিনী রাখে।
প্র. 'অরিবল' শব্দের অর্থ কী?
উ. 'অরিবল' শব্দের অর্থ অবিশ্রান্ত, নিরন্তর।
প্র. 'জলাঙ্গী' শব্দের অর্থ কী?
উ. 'জলাঙ্গী' শব্দের অর্থ- জলাশয় বা জল ধারণকারী।
প্র. বরুণ কে?
উ. বরুণ হলেন জলের দেবতা।
প্র. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় অন্ধকার সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
উ. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যায়।
প্র. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় বর্ণিত গঙ্গাসাগরের বুকে কী থাকে?
উ. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় বর্ণিত গঙ্গাসাগরের বুকে বারুণী থাকে।
প্র. বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো নদী, ঘাসে কাকে খুঁজে পাওয়া যায় না?
উ. বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো নদী, ঘাসে শঙ্খমালাকে খুঁজে পাওয়া যায় না।
প্র. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় অন্ধকার ঘাসের ওপর কী নুয়ে থাকে?
উ. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় অন্ধকার ঘাসের ওপর লেবুর শাখা নুয়ে থাকে।
প্র. কবির মতে শঙ্খমালাদের পাওয়া যাবে কোথায়?
উ. কবির মতে শঙ্খমালাদের শুধু তাঁর দেশ অর্থাৎ বাংলাদেশেই পাওয়া যাবে।
প্র. কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মার অবিরল জল দান করে কে?
উ. কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মার অবিরল জল দান করে জলের দেবতা বরুণ।
প্র. মধুকুপী ঘাসে অবিরল কী ভরে আছে?
উ. মধুকুপী ঘাসে অবিরল সবুজ ডাঙা ভরে আছে।
প্র. সুদর্শন কখন ঘরে উড়ে যায়?
উ. সুদর্শন সন্ধ্যার অন্ধকারে ঘরে উড়ে যায়।