চাষার দুক্ষু রচনার গুরুত্বপূর্ণ প্রশ্ন

 প্র. 'চাষার দুক্ষু' রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?  

উ. 'চাষার দুক্ষু' রচনাটি 'রোকেয়া রচনাবলি' গ্রন্থ থেকে   সংকলিত হয়েছে।   

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কৃষক কন্যার নাম কী?   

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কৃষক কন্যার নাম জমিরন।   

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে জুট মিলের কর্মচারীরা মাসিক কত টাকা  বেতন পেতেন?   

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে জুট মিলের কর্মচারীরা মাসিক ৫০০-   ৭০০ টাকা বেতন পেতেন।   

প্র. 'টেকো' শব্দের অর্থ কী?   

উ. 'টেকো' শব্দের অর্থ হলো- সুতা পাকাবার যন্ত্র।   

প্র. একখানা 'এন্ডি' কাপড় অবাধে কত বছর টেকে?   

উ. একখানা 'এন্ডি' কাপড় অবাধে ৪০ বছর পর্যন্ত টেকে।   

প্র. 'ধান্য তার বসুন্ধরা যার'- কথাটি কে বলেছেন?   

উ. 'ধান্য তার বসুন্ধরা যার'- উক্তিটি রবিন্দ্রনাথ ঠাকুরের।   

প্র. 'ত্যানা' শব্দের অর্থ কী?   

উ. 'ত্যানা' শব্দের অর্থ ছেঁড়া কাপড়।   

প্র. বিহার অঞ্চলে এক সময় কীসের বিনিময়ে কৃষক পত্নী-কন্যা  বিক্রি করত?   

উ. বিহার অঞ্চলে এক সময় দুই সের খেসারির বিনিময়ে কৃষক   পত্নী-কন্যা বিক্রি করত।   

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে উল্লিখিত সমুদ্র তীরবর্তী গ্রাম কোনটি?   

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে উল্লিখিত সমুদ্র তীরবর্তী গ্রাম সাত-ভায়া।   

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত সময়ে বঙ্গের গভর্নর কে ছিলেন?   

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত সময়ে বঙ্গের গভর্নর লর্ড   কারমাইকেল ছিলেন।   

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত কারা নবাবি হালে থাকে?   

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত জুট মিলের কর্মচারীরা নবাবি হালে থাকে।

প্র. 'অনুকরণপ্রিয়তা' নামক ভূতটি কাদের কাঁধে চেপেছে?

উ. 'অনুকরণপ্রিয়তা' নামক ভূতটি কৃষকদের কাঁধে চেপেছে।

প্র. 'চাষাই সমাজের মেরুদণ্ড'- উক্তিটি কার?

উ. 'চাষাই সমাজের মেরুদণ্ড'- উক্তিটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের।

প্র. কোন জেলার কৃষকেরা ভাত না পেয়ে লাউ, কুমড়া, পাটশাক, লাউশাক সিদ্ধ করে খেত?

উ. রংপুর জেলার কৃষকেরা ভাত না পেয়ে লাউ, কুমড়া, পাটশাক, লাউশাক সিদ্ধ করে খেত।

প্র. রাতের বেলায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্যে কৃষকেরা কী করত?

উ. রাতের বেলায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্যে কৃষকেরা পাট খড়ি জ্বালিয়ে আগুন পোহাত।

প্র. কোন ধরনের কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী হয়?

উ. এন্ডি ধরনের কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী হয়।

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত কৃষকদের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে কী প্রবেশ করেছে?

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত কৃষকদের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে বিলাসিতা প্রবেশ করেছে।

প্র. কাদের বর-অঙ্গে 'আসাম সিল্ক' শোভা পায়?

উ. ইউরোপীয় নর-নারীদের বর-অঙ্গে 'আসাম সিল্ক' শোভা পায়।

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কোন কবির কথা উল্লেখ রয়েছে?

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ রয়েছে।

প্র. 'পাছায় জোটে না ত্যানা'- 'চাষার দুক্ষু' প্রবন্ধে কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে?

উ. 'পাছায় জোটে না ত্যানা' 'চাষার দুক্ষু' প্রবন্ধে আমাদের দেশের কৃষকদের সম্পর্কে এ কথা বলা হয়েছে।

প্র. কারা আমাদের সমাজের মেরুদণ্ড?

উ. চাষারা আমাদের সমাজের মেরুদণ্ড।

প্র. কয়টি চাল পরীক্ষা করলে হাঁড়িভরা ভাতের অবস্থা জানা যায়?

উ. একটি চাল পরীক্ষা করলে হাঁড়িভরা ভাতের অবস্থা জানা যায়।

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখিকার বাল্যকালে টাকায় কয় সের সরিষার তেল পাওয়া যেত?

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে লেখিকার বাল্যকালে টাকায় ৮ সের সরিষার তেল পাওয়া যেত।

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত লেখিকার বাল্যকালে টাকায় কয় সের ঘি পাওয়া যেত?

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে বর্ণিত লেখিকার বাল্যকালে টাকায় ৪ সের ঘি পাওয়া যেত।

প্র. অতীত কালে কে অন্নবস্ত্রের কাঙাল ছিল না?

উ. অতীতকালে চাষা অন্নবস্ত্রের কাঙাল ছিল না।

প্র. এন্ডি কাপড় কিসের সাথে তুলনীয়?

উ. এন্ডি কাপড় ফ্লানেলের সাথে তুলনীয়।

প্র. কোন অঞ্চলের কৃষকরা পান্তা ভাতের সাথে লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ সংগ্রহ করতে পারত না?

উ. উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের কৃষকরা পান্তা ভাতের সাথে লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ সংগ্রহ করতে পারত না।

প্র. কণিকা রাজ্যের কৃষকদের কোনটি পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত হতো?

উ. কণিকা রাজ্যের কৃষকদের উটটি মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত হতো।

প্র. কারা সমুদ্র-জলে চাল ধুয়ে ভাত রেঁধে খেত?

উ. সাত-ভায়া নামক সমুদ্রতীরবর্তী গ্রামের লোকেরা সমুদ্র-জলে চাল ধুয়ে ভাত রেঁধে খেত।

প্র. পুরুষেরা বহু কষ্টে স্ত্রীলোকদের জন্যে কী সংগ্রহ করত?

উ. পুরুষেরা বহু কষ্টে স্ত্রীলোকদের জন্যে ৮ হাত কিংবা ৯ হাত কাপড় সংগ্রহ করত।

প্র. রেশমি রুমাল কোথায় প্রস্তুত হতো?

উ. রেশমি রুমাল মুর্শিদাবাদের গ্রামের প্রস্তুত হতো।

প্র. 'চাষার দুক্ষু' প্রবন্ধে শিরে বাঁকা তাজ দিয়ে কী ঢেকে রাখার কথা বলা হয়েছে?

উ. 'চাষার দুক্ষু' প্রবন্ধে শিরে বাঁকা তাজ দিয়ে টাক ঢেকে রাখার কথা বলা হয়েছে।

Reference: অগ্রদূত বাংলা