- হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। (বঙ্গভাষা)
- ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি। (বঙ্গভাষা)
- কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন। (বঙ্গভাষা)
- অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে। (শর্মিষ্ঠা-প্রস্তাবনা)
- জন্মিলে মরিতে হবে/ অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন-নদে। (বঙ্গভূমির প্রতি)
- সতত, হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। (কপোতাক্ষ নদ)
- ঊর্ধ্বশির যদি তুমি কুল মনে ধনে; করিও না ঘৃণা তব নিচ-শির জনে। (রসাল ও স্বর্ণলতিকা)