আবুল ফজল (১৯০৩-১৯৮৩)

সমাজ ও সমকাল সচেতন প্রাবন্ধিক আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধ। স্বদেশপ্রীতি, অসাম্প্রদায়িক জীবনচেতনা, সত্যনিষ্ঠা, মানবতা ও কল্যাণবোধ ইত্যাদি তাঁর সাহিত্যকর্মের প্রতিপাদ্য বিষয়। রবীন্দ্রনাথের গান পাকিস্তানের আদর্শের পরিপন্থী এই বক্তব্য উপস্থাপন করে পাকিস্তান সরকার ২২ জুন, ১৯৬৭ সালে রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে সরকারের সে সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জ্ঞাপন করেন।

 

  • আবুল ফজল ১ জুলাই, ১৯০৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তিনি 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৩০ সালে এর সম্পাদক নিযুক্ত হন।
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র 'শিখা'। এটি ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার স্লোগান ছিল- 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'। ১৯৩১ সালে তিনি 'শিখা'র ৫ম সংখ্যা সম্পাদনা করেন। তিনি ছিলেন 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অন্যতম কর্ণধার।
  • তিনি 'মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী' নামে খ্যাত। 
  • তিনি 'জাতির বিবেক' বলে স্বীকৃতি লাভ করেন। 
  • তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৯৭৩) এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন (১৯৭৫)। 
  • ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। 
  • তিনি উপন্যাসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২) ও 'রেখাচিত্র' গ্রন্থের জন্য আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬) পান।
  • তিনি ৪ মে, ১৯৮৩ সালে চট্টগ্রামে মারা যান।

 

প্র. আবুল ফজলের উল্লেখযোগ্য রচনাসমূহ কী কী? 

উপন্যাস:

'রাঙ্গা প্রভাত' (১৯৫৭): এটি প্রকাশিত হওয়ার সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। 

'চৌচির' (১৯৩৪), 'প্রদীপ ও পতঙ্গ' (১৯৪০)। 

গল্পগ্রন্থ: 'মাটির পৃথিবী' (১৯৪০), 'মৃতের আত্মহত্যা' (১৯৭৮)। নাটক: 'কায়েদে আজম' (১৯৪৬), 'প্রগতি' (১৯৪৮), 'স্বয়ম্বরা' (১৯৬৬)। 

দিনলিপি: 'রেখাচিত্র' (১৯৬৬), 'লেখকের রোজনামচা' (১৯৬৯), 'দুর্দিনের দিনলিপি' (১৯৭২)। 

প্রবন্ধ: 'বিচিত্র কথা' (১৯৪০), 'সাহিত্য ও সংস্কৃতি সাধনা' (১৯৬১), 'সাহিত্য সংস্কৃতি ও জীবন' (১৯৬৫), 'সমাজ সাহিত্য ও রাষ্ট্র' (১৯৬৮), 'সমকালীন চিন্তা' (১৯৭০), 'মানবতন্ত্র' (১৯৭২), 'সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' (১৯৭৪), 'শুভবুদ্ধি' (১৯৭৪), 'একুশ মানে মাথা নত না করা' (১৯৭৮), 'রবীন্দ্র প্রসঙ্গ' (১৯৭৯)। 

জীবনী ও স্মৃতিকথা: 'সাংবাদিক মজিবর রহমান' (১৯৬৭), 'শেখ মুজিব: তাঁকে যেমন দেখেছি' (১৯৭৮)। 

বিখ্যাত গল্প: চোর, বিবর্তন, প্রেম ও মৃত্যু, রহস্যময়ী প্রকৃতি।

Reference: অগ্রদূত বাংলা