মোহাম্মদ বরকতুল্লাহ (১৮৯৮-১৯৭৪)

বাংলা সাহিত্যের খ্যাতিমান দার্শনিক প্রবন্ধকার মোহাম্মদ বরকতুল্লাহ। তিনি বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত বন্ধে পাকিস্তানের পক্ষে মত দেন।

  • মোহাম্মদ বরকতুল্লাহ ২ মার্চ, ১৮৯৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের ঘোড়শাল গ্রামে জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলে তিনি পরিচালক পদে যোগদান করেন।✓ তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), দাউদ পুরস্কার (১৯৬৩) পুরস্কার পান। পাকিস্তান সরকারের 'সিতারা-ই- ইমতিয়াজ' (১৯৬২) উপাধিতে ভূষিত হন।
  • তিনি ২ নভেম্বর, ১৯৭৪ সালে ঢাকায় মারা যান।

 

 প্র. তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো কী কী? 

উ. 'পারস্য প্রতিভা' (১ম খণ্ড- ১৯২৪, ২য় খণ্ড- ১৯৩২): এটি তাঁর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এ গ্রন্থে পারস্যের খ্যাতনামা কবিদের জীবনী ও সাহিত্যকর্ম, ফরাসি সাহিত্যের প্রেক্ষাপট, ইহলোক ও পরলোক ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়েছে।

'মানুষের ধর্ম' (১৯৩৪): এ গ্রন্থে জগৎ ও জীবন, ইহলোক ও পরলোক, জড়প্রকৃতি ও মনোজগৎ, জীবনপ্রবাহ ও আত্মা প্রভৃতি দুরূহ তত্ত্ব ক্লাসিক্যাল বাংলা গদ্যে উপস্থাপিত হয়েছে।

'নবীগ্রহ সংবাদ' (১৯৬০): এটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক গ্রন্থ।

'নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ' (১৯৬৩): এটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক গ্রন্থ। এ গ্রন্থের জন্য তিনি'দাউদ পুরস্কার' (১৯৬৩) লাভ করেন।

'কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত' (১৯৫৭), 'বাংলা সাহিত্যে মুসলিম ধারা' (১৯৬৯), 'হযরত ওসমান' (১৯৬৯)।

 

Reference: অগ্রদূত বাংলা