মোহাম্মদ আকরম খাঁ (১৮৬৮-১৯৬৮)

মোহাম্মদ আকরম খাঁ ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি পিছিয়ে পড়া মুসলিম সমাজের উন্নতির জন্য কাজ করেছেন এবং তাঁর প্রবন্ধগুলোতে সেই চেষ্টার ছাপ দেখা যায়। রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে আলোচনায় তিনি পাকিস্তানের সমর্থক ছিলেন। মুসলিম লীগ প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

জন্ম ও প্রাথমিক জীবন:

  • তিনি ৭ জুন, ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুরে জন্মগ্রহণ করেন।

সাংবাদিকতা:

  • কলকাতা থেকে প্রকাশিত মাসিক 'মোহাম্মদী' (১৯০৩) পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকাটি পরে সাপ্তাহিক ও ১৯২১ সালে দৈনিকে রূপান্তরিত হয়।
  • ১৯২৭ সালের ৬ নভেম্বর তিনি দ্বিতীয় দফায় 'মোহাম্মদী' পত্রিকা প্রকাশ করেন, যা সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক ছিল।
  • 'আজাদ' (৩১ অক্টোবর, ১৯৩৬) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর সাংবাদিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ায় ১৯৪০ সালে তিনি এর দায়িত্ব আবুল কালাম শামসুদ্দীনের কাছে হস্তান্তর করেন।
  • 'দৈনিক জামানা' (১৯২০) ও 'দৈনিক সেবক' (১৯২১) পত্রিকাও তিনি সম্পাদনা ও প্রকাশ করেন। 'দৈনিক সেবক' পত্রিকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লেখার জন্য তিনি এক বছরের কারাদণ্ড ভোগ করেন এবং পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।

অন্যান্য অবদান:

  • ১৯১৩ সালে তিনি 'আঞ্জুমানে ওলামা' নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মুখপাত্র ছিল মাসিক 'আল এসলাম' (১৯১৫) পত্রিকা।

সাহিত্যকর্ম:

  • তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: 'মোস্তফা চরিত' (১৯২৩) [হযরত মুহাম্মদের (স.) জীবনী], 'মোসলেম বাংলার সামাজিক ইতিহাস' (১৯৬৫), 'আমপারার বঙ্গানুবাদ', 'সমস্যা ও সমাধান', 'মুক্তি ও ইসলাম'।

মৃত্যু:

  • ১৮ আগস্ট, ১৯৬৮ সালে ঢাকার বংশালে আহলে হাদীস মসজিদে নামাজরত অবস্থায় তিনি মারা যান এবং সেখানেই সমাহিত হন।
Reference: অগ্রদূত বাংলা