বাঙালি কবি, কথাসাহিত্যিক, সংগীতকার ও সমাজ সংস্কারক।স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। ঠাকুর বাড়ির শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে তিনি শিক্ষা লাভ করেন।
প্র. স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মসমূহ কী কী?
উ. উপন্যাস: 'দীপনির্বাণ' (১৮৭৬): এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা। 'মেবার রাজ' (১৮৭৭), 'ছিন্ন মুকুল' (১৮৭৯), 'মালতী' (১৮৮০), 'হুগলির ইমাম বাড়ি' (১৮৮৮), 'বিদ্রোহ' (১৮৯০), 'স্নেহলতা' (১৮৯২), 'কাহাকে' (১৮৯৮), 'বিচিত্রা' (১৯২০), 'স্বপ্নবাণী' (১৯২১), 'মিলনরাত্রি' (১৯২৫)।
নাটক: 'বসন্ত উৎসব' (১৮৭৯), 'বিবাহ উৎসব' (১৯০১), 'দেবকৌতুক' (১৯০৫), 'কনে বদল' (১৯০৬), 'পাকচক্র' (১৯০৬), 'রাজকন্যা' (১৯১১), 'নিবেদিতা' (১৯১৭), 'যুগান্ত' (১৯২২), 'দিব্যকমল' (১৯৩০)।
কাব্য: 'গাথা' (১৮৯০), 'কবিতা ও গান' (১৮৯৫)।
বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ: 'পৃথিবী' (১৮৮২)।