পুরাতন রীতির শেষ কবি, হিন্দু কলেজ ও ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক, ভারতীয় উপমহাদেশের পণ্ডিত ব্যক্তিত্ব, হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মদনমোহন তর্কালঙ্কার লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন।
প্র. মদনমোহন তর্কালঙ্কারের সাহিত্যকর্মসমূহ কী কী?
উ. মদনমোহন তর্কালঙ্কারের সাহিত্যকর্মসমূহ:
পাঠ্যপুস্তক: 'শিশুশিক্ষা' (১ম খণ্ড ও ২য় খণ্ড- ১৮৪৯, ৩য় খণ্ড- ১৮৫০। এভাবে 'বোধোদয়' নামে ৪র্থ খণ্ড রচনা করেন)। কলকাতা বেথুন কলেজ কর্তৃক 'হিন্দু বালিকা বিদ্যালয়' (১৮৪৯) প্রতিষ্ঠিত হলে তিনি বিনা বেতনে ছাত্রীদের শিক্ষাদান ও শিশুপাঠ্য হিসেবে এ গ্রন্থটি রচনা করেন।
প্রবন্ধ: 'রসতরঙ্গিনী' (১৮৩৪), 'বাসবদত্তা' (১৮৩৬)।
বিখ্যাত পঙক্তি
- পাখি সব করে রব, রাতি পোহাইল।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল। (পাখি সব করে রব)
- সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
- সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। (আমার পণ)
- লেখাপড়া করে যে, গাড়ী ঘোড়া চড়ে সে।