শাহ্‌ মুহম্মদ গরীবুল্লাহ (১৬৭০ - ১৭৭০)

অষ্টাদশ শতাব্দীর পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরীবুল্লাহ (শাহ মুহম্মদ গরীবুল্লাহ)।

  • ফকির গরীবুল্লাহ আনুমানিক ১৬৭০ সালে হুগলীর বালিয়া পরগনার হাফিজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তিনি দোভাষী পুঁথি সাহিত্যের আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি। উল্লেখ্য, পুঁথি সাহিত্যের আদি কবি ফকির গরীবুল্লাহ না থাকলে উত্তর হবে সৈয়দ হামজা।
  • মর্সিয়া সাহিত্য ধারার প্রধান কবি।
  • তিনি আনুমানিক ১৭৭০ সালে মারা যান।

 

প্র. ফকির গরীবুল্লাহর সাহিত্যকর্মসমূহ কী কী?

উ. 'জঙ্গনামা', 'সোনাভান', 'সত্যপীরের পুঁথি', 'ইউসুফ জোলেখা', 'আমীর হামজা' (তিনি এ কাব্যটি জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি। এটি শেষ করেন সৈয়দ হামজা)।

Reference: অগ্রদূত বাংলা