১৬ শতকের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম কবি শেখ ফয়জুল্লাহ।
প্র. মুসলমান হয়েও কে নাথ সাহিত্য রচনা করেন/নাথ সাহিত্যের প্রধান কবি কে? (৩০তম বিসিএস লিখিত)
উ. শেখ ফয়জুল্লাহ। তিনি নাথ সাহিত্যের আদি কবি এবং তাঁর নাথ ধর্মবিষয়ের আখ্যানকাব্যের নাম 'গোরক্ষ বিজয়'। এ কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন।
প্র. মর্সিয়া সাহিত্যের প্রথম কবি কে?
উ. শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত কাব্য 'জয়নাবের চৌতিশা' (১৫৭০)। এটি কারবালার কাহিনীর একটি ছোট অংশ অবলম্বনে রচিত। এ কাব্যের মূল বিষয় ইমাম হোসেনের পত্নী জয়নাবের বিলাপ। অধিকাংশ রেফারেন্স গ্রন্থে 'জয়নাবের চৌতিশা'র পরিবর্তে গ্রন্থটির নাম 'জয়নালের চৌতিশা' বলে উল্লেখ করা হয়েছে।
প্র. শেখ ফয়জুল্লাহর অন্যান্য রচনাবলি কী কী?
উ. 'গাজী বিজয়': রংপুরের খোঁট দুয়ারের পীর ইসমাইল গাজীর বিজয় এ কাব্যের মূল বিষয়।
'সত্যপীর' (১৫৭৫), 'সুলতান জমজমা' (নীতিকথা), 'রাগনামা' (সঙ্গীত সম্পর্কিত), 'পদাবলী'।
- উনিশ শতকে ফয়জুল্লাহ নামে একজন দোভাসী শায়ের ছিলেন।
- তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার কাব্যের নাম 'সত্যপীর'।