জ্ঞানদাস

চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি জ্ঞানদাস। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। জ্ঞানদাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক। তিনি বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুইশ পদ রচনা করেন।  

  • আনুমানিক ১৫৬০ খ্রিষ্টাব্দে বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে কবি জ্ঞানদাসের জন্ম।
  • তিনি শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর বা মদনমঙ্গলা নামেও পরিচিত ছিলেন।
  • তিনি নিত্যানন্দ শাখার একজন বৈষ্ণব ছিলেন। 
  • নিত্যানন্দ মারা গেলে তার স্ত্রী জাহ্নবী দেবীর শিষ্যত্ব গ্রহণ করেন।
  • তিনি জাহ্নবী দেবীর সাথে কাটোয়া ও খেতুরীর বৈষ্ণব কবিসম্মেলনে যোগ দিয়েছিলেন। এখানে তিনি গোবিন্দ দাস ও বলরাম দাসের সাথে পরিচিত হয়েছেন।

 

প্র. জ্ঞানদাস রচিত দুটি বৈষ্ণব গীতিকাব্য কী কী? 

উ. 'মাথুর' ও মুরলীশিক্ষা'।

প্র. জ্ঞানদাস কী কী বিষয়ে কবিতা লিখতেন? 

উ. তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস ও দানখণ্ড প্রভৃতি বিষয়ে কবিতা লিখতেন। পদ রচনার সময় তিনি রাধা-কৃষ্ণের কিশোর-কিশোরী বয়সকে প্রাধান্য দিতেন।

 

বিখ্যাত পঙক্তি 

'রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।' 

'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।'

Reference: অগ্রদূত বাংলা