মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান বাঙালি ও প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে। তাঁর রচিত রামায়ণে লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে বিশেষ মর্যাদা লাভ করেছে।
- চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- ড. আহমদ শরীফের মতে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ২য় মহিলা কবি। প্রথম মহিলা কবি চৈতন্যদেবের সময়ের মাধবী।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে তিনজন মহিলা কবির মধ্যে চন্দ্রাবতী অন্যতম। অন্য দুইজন হলেন চৈতন্যদেবের সময়কার মাধবী এবং চণ্ডীদাসের সাধনসঙ্গিনী রামী বা রজকিনী।
- চন্দ্রাবতীকে 'মহিলা রামায়ণকার' বলা হয়।
- চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো হলো: 'রামায়ণ' (অনূদিত), 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা'। তার রচনাসমূহ ২১টি ভাষায় অনূদিত হয়েছে।
- রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী। ড. দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন।
- চন্দ্রাবতী আনুমানিক ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।