বিভিন্ন পত্রিকার প্রকাশকাল

বিভিন্ন পত্রিকা/সাময়িকী/সংবাদপত্রের প্রকাশকাল

সাময়িকী/সংবাদপত্রপ্রকাশকালসম্পাদকটীকাভাষ্য
বেঙ্গল গেজেট১৭৮০জেমস অগাস্টাস হিকিভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র (ইংরেজিতে)।
দিগদর্শন১৮১৮জন ক্লার্ক মার্শম্যাবাংলা ভাষার প্রথম সাময়িকপত্র।
সমাচার দর্পণ১৮১৮বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র (সাপ্তাহিক)।
বাঙ্গাল গেজেট১৮১৮গঙ্গাকিশোর ভট্টাচার্যবাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র।
সম্বাদ কৌমুদী১৮২১রাজা রামমোহন রায়সামাজিক কুসংস্কার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশিত হত।
ব্রাহ্মণসেবধি১৮২১ 
পশ্বাবলী১৮২২বেভারেন্ড লঙ 
সমাচার চন্দ্রিকা১৮২২ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 
বঙ্গদূত১৮২৯নীলমণি হালদার 
সংবাদ প্রভাকর (সাপ্তাহিক)১৮৩১ঈশ্বরচন্দ্র গুপ্তবাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।
সংবাদ প্রভাকর (দৈনিক)১৮৩৯ 
সমাচার সভারাজেন্দ্র১৮৩১শেখ আলিমুল্লাহমুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা।
জ্ঞানান্বেষণ১৮৩১দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্র।
তত্ত্ববোধিনী১৮৪৩অক্ষয়কুমার দত্ততত্ত্ববোধিনী সভার মুখপত্র।
রংপুর বার্তাবহ১৮৪৭গুরুচরণ রায়বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
ঢাকা প্রকাশ১৮৬১কৃষ্ণচন্দ্র মজুমদারঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
গ্রামবার্তা প্রকাশিকা১৮৬৩কাঙাল হরিনাথকুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত সংবাদপত্র।
বঙ্গদর্শন১৮৭২বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলা গদ্যের বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ভারতী১৮৭৭দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 
সুধাকর১৮৮৯শেখ আব্দুর রহিমমুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় এতে আলোচিত হতো।
মিহির১৮৯২
হাফেজ১৮৯৮
কোহিনুর১৮৯৮মো: ইয়াকুব আলী চৌধুরীকুষ্টিয়া থেকে প্রকাশিত সংবাদপত্র।
সবুজপত্র১৯১৪প্রমথ চৌধুরীবাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অবদান রাখে।
সওগাত১৯১৮মোহাম্মদ নাসিরউদ্দিন১৯২৬ সালে এটি সওগাত নবপর্যায় নামে প্রকাশিত হতে থাকে। ১৯৫২ সাল থেকে পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
মোসলেম ভারত১৯২০মোজাম্মেল হককাজী নজরুলের কাব্য খ্যাতিতে এটি অবদান রাখে।
আঙুর১৯২০ড. মোহাম্মদ শহীদুল্লাহকিশোর পত্রিকা।
ধূমকেতু ১৯২২কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এ পত্রিকায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন।
লাঙ্গল ১৯২৫ 
নবযুগ১৯৪১১৯২০ সালে মুজাফফর আহমদ সহযোগে প্রথম প্রকাশিত। 
কল্লোল১৯২৩দীনেশরঞ্জন দাশএ পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল।
কালিকলম ১৯২৬ প্রেমেন্দ্র মিত্রকলকাতা থেকে প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকা।
মাসিক মোহাম্মদী ১৯২৭মো: আকরম খাঁ 
শিখা ১৯২৭আবুল হোসেন‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত।
পূর্বাশা১৯৩২সঞ্জয় ভট্টাচার্য 
কবিতা ১৯৩৫ বুদ্ধদেব বসু ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। 
দৈনিক আজাদ ১৯৩৬ মো: আকরম খাঁ কলকাতা থেকে প্রকাশিত। 
চতুরঙ্গ ১৯৩৯ হুমায়ুন কবির ঢাকা থেকে প্রকাশিত। 
ক্রান্তি ১৯৪০ রণেশ দাশগুপ্ত ঢাকা থেকে প্রকাশিত। 
বেগম (সাপ্তাহিক) ১৯৪৭ সুফিয়া কামাল (প্রথম), নুরজাহান বেগম মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা।
সমকাল ১৯৫৭সিকান্দার আবু জাফর তৎকালীন সময়ের ঢাকার প্রভাবশালী পত্রিকা।
কণ্ঠস্বর ১৯৬৫আব্দুল্লাহ আবু সায়ীদ  
কালবেলা১৯৬৫ জ্যোতিপ্রকাশ দত্ত  
স্বদেশ১৯৬৯আহমদ ছফা  
শিলালিপি১৯৬৯সেলিনা পারভীন -
শিল্পকলা ১৯৭০আবদুল মান্নান সৈয়দ  
লোকায়ত ১৯৯০ ১৯৯০ সালে হুগলী জেলার শ্রীরামপুর স্টেশনের ডাউন প্লাটফর্মের হাতে লেখা দেয়াল পত্রিকা ‘লোকায়ত’র শুরু। ১৯৯২ সালে মুদ্রিত আকারে আত্মপ্রকাশ। 
নারীশক্তি  ডা. লুৎফর রহমান নারী সমাজের প্রগতির লক্ষ্যে প্রকাশিত।
ইত্তেফাক তফাজ্জল হোসেন (মানিক মিয়া)  
উত্তরাধিকার (প্রথমে ত্রৈমাসিক, বর্তমানে মাসিক) বাংলা একাডেমি  
ধান শালিকের দেশ (যাণ্মাসিক)   শিশু পত্রিকা।
সাহিত্য পত্রিকা  ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)  
ভাষা সাহিত্যপত্র  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ) 
সাহিত্যিকী  রাজশাহী বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)  
Reference: অগ্রদূত বাংলা