বিখ্যাত ছোটগল্প

বিখ্যাত ছোটগল্প

ছোটগল্পকার (Short Story Writer)ছোটগল্প (Short Stories)
রবীন্দ্রনাথ ঠাকুরপ্রেম সম্পর্কিত গল্প: 'শেষকথা', 'মধ্যবর্তিনী', 'সমাপ্তি', 'নষ্টনীড়', 'একরাত্রি'। 
সমাজ সম্পর্কিত গল্প: 'ছুটি', 'হৈমন্তী', 'পোস্ট-মাস্টার', 'দেনাপাওনা', 'খোকাবাবুর প্রত্যাবর্তন', 'কাবুলিওয়ালা'। 
অতিপ্রাকৃত গল্প: 'ক্ষুধিত পাষাণ', 'কঙ্কাল', 'নিশীথে', 'জীবিত ও মৃত'।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির': প্রথম প্রকাশিত গল্প। 'মহেশ', 'মেজদিদি', 'মামলার ফল', 'বিলাসী'।
কাজী নজরুল ইসলাম বাউন্ডেলের আত্মকাহিনী' (১৯১৯): প্রথম প্রকাশিত রচনা / গল্প। 'রিক্তের বেদন', 'শিউলিমালা', 'পদ্মগোখরা'।
মানিক বন্দ্যোপাধ্যায় অতসী মামী' (১৩৩৫): প্রথম প্রকাশিত গল্প। 'প্রাগৈতিহাসিক', 'সরীসৃপ', 'সমুদ্রের স্বাদ', 'বৌ',  'আজকাল পরশুর গল্প', 'ছোট বকুলপুরের যাত্রী', 'ফেরিওয়ালা'।
দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি', 'ঠাকুরদাদার ঝুলি', 'ঠানদিদির থলে', 'দাদা মহাশয়ের থলে'। (এসকল গল্পে রূপকথা-ব্রতকথা স্থান পেয়েছে)।
শওকত ওসমান জন্ম যদি তব বঙ্গে': এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। 'ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী', 'পিজরাপোল', 'প্রস্তর ফলক'।
হাসান আজিজুল হক আমরা অপেক্ষা করছি', 'নামহীন গোত্রহীন', 'আত্মজা ও একটি করবী গাছ', 'শীতের অরণ্য', 'জীবন ঘষে আগুন'।
প্রভাতকুমার মুখোপাধ্যায় দেশী ও বিলাতী', 'গল্পাঞ্জলি', 'ষোড়শী', 'গল্পবীথি'।
শহীদুল জহিরপারাপার', 'কাঠুরে ও দাঁড়কাক', 'ডুমুরখেকো মানুষ', 'কাঁটা', 'ইদুর-বিলাই খেলা'।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়রসকলি' , 'ডাকহরকরা' 
শাহেদ আলী জিবরাইলের ডানা' , 'একই সমতলে' 
রাজশেখর বসু গড্ডলিকা' 
সুবোধ ঘোষ ফসিল' 
সরদার জয়েনউদ্দিন বেলা ব্যানার্জির প্রেম'
আবুল খায়ের মুসলেহউদ্দিন নিষিদ্ধ শহর' , 'নারিন্দালন', 'ওম শান্তি' 
সোমেন চন্দ ইঁদুর' 
শাহরিয়ার কবির (একাত্তরের যীশু'
প্রেমেন্দ্র মিত্র (মহানগর' , 'পুতুল ও প্রতিমা'
শৈলজানন্দ মুখোপাধ্যায় রেজিং রিপোর্ট' 
Reference: অগ্রদূত বাংলা