বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
- ১৫ আগস্ট, ২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং পরবর্তীতে পরিচালনা, বিপণন ও রক্ষণাবেক্ষণের জন্য BCSCL এর নাম পরিবর্তন করে (Bangladesh Satellite Company Limited-BSCL) প্রতিষ্ঠা করা হয়।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' 'ফ্যালকন-৯' মহাকাশযানের সাহায্যে কক্ষপথে (১১৯°১′ পূর্ব দ্রাঘিমাংশে) উৎপক্ষেপণ করা হয়।
- স্যাটেলাইটটির Ground Control Station স্থাপনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়াকে বেছে নেয়া হয়। মূল স্টেশনটি জয়দেবপুরের বেতবুনিয়ায় স্টেশনটির ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।
- ২ অক্টোবর, ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাই-১ এর বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইট প্রকল্প আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (ITU) 'রিকগনিশন অফ এক্সিলেন্স' পুরস্কার পেয়েছে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট - গুরুত্বপূর্ণ তথ্য
- উৎক্ষেপণ করা হয়ঃ১১ মে, ২০১৮ সালে
- মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণকারীঃ ৫৭তম দেশ বাংলাদেশ
- নির্মাতা প্রতিষ্ঠানঃ ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস
- বঙ্গবন্ধু স্যাটেলাইটে লেখা আছেঃ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর আছে রাষ্ট্রীয় মনোগ্রাম
- উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানঃ স্পেস এক্স (USA)
- গ্রাউন্ড স্টেশনঃ ২টি - গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া
- ট্রান্সপন্ডারঃ ৪০টি
- কক্ষপথঃ ১১৯.১০ দ্রাঘিমাংশ
- স্থায়িত্বঃ ১৫ বছর
- উৎক্ষেপণঃ ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস গ্রাউন্ড থেকে