ডাক বিভাগের সেবাসমূহ

ডাক বিভাগের সেবাসমূহ

GEP১৯৮৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে 'গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট' চালু করে দেশের অভ্যন্তরীণ জরুরি ডাক বিলির ব্যবস্থা করা হয়।
EMS       চিঠিপত্র, ডকুমেন্টস এবং জিনিসপত্র ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হয় এই সেবার মাধ্যমে।
E- POST২০০০ সালের ১৬ আগস্ট ইলেকট্রনিক মেইল সার্ভিস চালু হয়। ই পোস্ট এর মাধ্যমে নিজস্ব কোন ই-মেইল ঠিকানা বাদেও পোস্ট অফিসের ই-মেইল ব্যবহার করে যে কোনো মানুষ অতি দ্রুত ছবি কিংবা ডকুমেন্টস এবং খবরাদি পাঠাতে পারে।
EMTS২০১০ সালের ২৬ মার্চ ডাক বিভাগ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস চালু করেছে, যার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে স্বল্প খরচে অতিদ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে টাকা পাঠানো সম্ভব হচ্ছে।
E-PAY১৬ ডিসেম্বর, ২০১২ পোস্ট-ই-পে নামে ডাক বিভাগ মোবাইল ব্যাংকিং চালু করে। 
NAGAD২৬ মার্চ, ২০১৯ সাল থেকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মাধ্যম হিসেবে নগদের যাত্রা শুরু হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী