হামিদুজ্জামান খান

হামিদুজ্জামান খান (১৯৪৬-বর্তমান)

  • হামিদুজ্জামান খান এর বিখ্যাত ভাস্কর্য বঙ্গভবনের 'পাখি পরিবার'। 
  • ১৯৮৮ সালে সিউল অলিম্পিকের জন্য তৈরি তার 'স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিক পার্কের প্রদর্শনীতে স্থান পেয়েছিল।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'সংশপ্তক' তার অমর কীর্তি।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী