কামরুল হাসান
কামরুল হাসান (১৯২১-১৯৮৮)
- চিত্রশিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেন।
- তরুণ বয়সেই ব্রতচারী আন্দোলনে ব্রত হন এবং ‘মুকুল ফৌজ’ নামে শিশু-কিশোর সংঘ প্রতিষ্ঠা করেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি নিয়ে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোষ্টারটি তার বিখ্যাত ব্যঙ্গচিত্র।
- ১৯৮৮ সালে তিনি স্বৈরশাসক এরশাদকে ব্যঙ্গ করে ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ নামক স্কেচ আকেন।
- তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ‘তিন কন্যা’ ‘রায়বেশে নৃত্য’, ‘উঁকি’, ‘নাইওর’ অন্যতম।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী