শিল্পাচার্য জয়নুল আবেদিন
✓ শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী। তিনি ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন।
তার বিখ্যাত চিত্রকর্মগুলো-
- ১৯৪৩ সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) এর চিত্র ‘ম্যাডোনা-৪৩’ এঁকে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেন।
- শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের চিত্র ‘সংগ্রাম’ যা ক্যানভাসে তেলরংয়ে আঁকা।
- ১৯৭০ সালে ভোলা জেলার মনপুরায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তান্ডব প্রত্যক্ষ করার পর ১৯৭৪ সালে অঙ্কন করেন ‘মনপুরা-৭০’।
- পঞ্চাশের মন্বন্তরকে অবলম্বন করে জয়নুল আবেদিন আঁকেন ‘দুর্ভিক্ষের চিত্রমালা’।
- তার অন্যান্য চিত্রকর্মগুলো হলো- মইটানা (জলরং), দুই মুখ (শেষ চিত্রকর্ম), বিদ্রোহী গরু, নবান্ন, গরুর গাড়ি, গায়ের বধু প্রভৃতি।
✓ শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি রক্ষার্থে সরকার ময়মনসিংহে ১৯৭৫ সালে স্থাপন করে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা’।
✓ ১৯৭৫ সালে তাঁকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়া হয়।