ওস্তাদ আলাউদ্দিন খাঁ

ওস্তাদ আলাউদ্দিন খাঁ 

  • ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। 
  • ভারতীয় উপমহাদেশের রাগসঙ্গীতকে তিনি সর্বপ্রথম পাশ্চাত্যের শ্রোতাদের কাছে পরিচিত করেন।
  • তিনি ইংল্যান্ডের রাণী কর্তৃক 'সুর সম্রাট' খেতাব প্রাপ্ত হন। 
  • সরোদ' ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন। 
  • আলাউদ্দিন খাঁর সন্ধান ওস্তাদ আলী আকবর খাঁ ও অগ্নপূর্ণাদেবী বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ ছিলেন। 
  • ওস্তাদ আলাউদ্দিনের অন্যতম শিষ্য ছিলেন গিনেসবুক ওয়ার্ল্ডের রেকর্ডধারী সেতার বাদক রবি শঙ্কর।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী