বাউল সম্রাট লালন ফকির

বাউল সম্রাট লালন ফকির

  • উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতিমান বাউল ছিলেন লালন শাহ। তিনি ১৭৭২ সালে ঝিনাইদহ জেলার হরিষপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
  • লালন শাহের রচিত গানগুলো লালন গীতি বা লালন সংগীত নামে পরিচিত। তিনি কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে একটি আখড়া গড়ে তোলেন এবং সেখানে শিষ্যদের শিক্ষা দিতেন।
  • ১৮৯০ সালে কুষ্টিয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। তার আখড়ায় পরবর্তীতে লালন জাদুঘর প্রতিষ্ঠিত হয়। 
  • লালন মূলত অসাম্প্রদায়িক ও মানবধর্মে বিশ্বাসী ছিলেন। বিবিসি জরিপে ২০ জন সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে লালন ফকির ১২তম ছিলেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী