বাউল গান
বাউল সম্প্রদায়ের লোকেরা একটি সাধন-ভজন গোষ্ঠী। এরা দেহভিত্তিক গুপ্ত সাধনার অনুসারী। বাউলদের গানই বাউল গান নামে পরিচিত। বাউল গানের বিশেষত্ব হলো আধ্যাত্মিকতা।
বাউলরা কোন বিশেষ ধর্মে বিশ্বাসী নয়। তারা মানবতাবাদী, মানব ধর্মের লোক। সঙ্গীতের মাধ্যমে বাউলরা স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগসূত্র স্থাপন করে। বাউল গানকে তত্ত্ব সাহিত্যও বলা হয়।
বাউল ধর্মমতের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ফকির লালন সাঁই। তিনি বাউল গানের প্রধান রচয়িতা।
রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গানের প্রতি শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি বাউল গান সংগ্রহ, সংরক্ষণ ও তার বিভিন্ন লেখার মাধ্যমে বাউল গানের প্রতি অনুরাগ প্রকাশ করেন।