গম্ভীরা

গম্ভীরা

  • অবিভক্ত ভারতের মালদহ জেলায় গম্ভীরা গানের উৎপত্তি। বাংলাদেশে বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান গম্ভীরা। গম্ভীরা এক ধরনের পালাগান।
  • রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলায় দেশ বিভাগের পর থেকে এ গানের বিকাশ ও ব্যাপক চর্চা হয়। বর্তমানে গম্ভীরা গানের মূল কেন্দ্রবিন্দু চাঁপাইনবাবগঞ্জ।
  • গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিব পূজাকে কেন্দ্র করে। মূলত শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী