চাকমা
চাকমা
- জনসংখ্যার দিক থেকে চাকমারা বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম।
- রাঙ্গামাটি জেলায় চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক। চাকমারা বান্দরবান, মণিপুরী জেলাতেও বসবাস করে।
- চাকমাদের গ্রামের প্রধান হলেন কারবারি।
- কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধান হলেন হেডম্যান।
- চাকমাদের প্রধান উৎসব বিজু।
- চাকমা জুমিয়া নেতা জুম্মা খান ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী