ভূমিকম্প
ভূমিকম্প (Earthquake)
- সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্প ও বজ্রপাত দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
- বাংলাদেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে ০৪টি।
- ১৭৮৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়।
- ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে ৩টি ভূকম্পনীয় অঞ্চলে (Seismic Zone) বিভক্ত করা হয়।
অঞ্চল-১ | মারাত্মক ঝুঁকিপূর্ণ | উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল (সিলেট অঞ্চল) | রিখটার স্কেল মাত্রা-৭ |
অঞ্চল-২ | মাঝারি ঝুঁকিপূর্ণ | মধ্য অঞ্চল | রিখটার স্কেল মাত্রা-৬ |
অঞ্চল-৩ | কম ঝুঁকিপূর্ণ | দক্ষিণ-পশ্চিমাঞ্চল | রিখটার স্কেল মাত্রা-৫ |
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী