বন্যা নিয়ন্ত্রনে পদক্ষেপসমূহ

বন্যা নিয়ন্ত্রনে পদক্ষেপসমূহ

  • ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে শহর রক্ষাকারী বাধ হলো বাকল্যান্ড বাঁধ।
  • ১৮৬৪ সালে C.T Buckland এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। সদরঘাট বাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু।
  • বাংলাদেশে ঢাকা শহর রক্ষাকারী আরেকটি প্রকল্প হলো Dhaka-Naraongonj-Demra বা DND প্রকল্প।
  • বাংলাদেশে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত।
  • জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ।
  • বাংলাদেশে FCDI প্রকল্পের উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও পানি সেচ।
  • বাংলাদেশের চলনবিল অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (Flood Control Drainage and Irrigation Project-FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী