পানি দুষণ

পানি দূষণ

  • পানি দূষণের জন্য দায়ী- 
  1. শিল্পের বর্জ্য; 
  2. জমিতে ব্যবহৃত রাসায়নিক ও কীটনাশক; 
  3. নানা ধরনের আবর্জনা; 
  4. আর্সেনিক।
  • বাংলাদেশে শীতলক্ষ্যা নদীর তীরে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে।
  • বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর পানি অত্যধিক দূষিত। 
  • পানির একটি মারাত্মক দূষণের নাম আর্সেনিক দূষণ।
  • প্রথম আর্সেনিক ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জে।
  • বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা চাঁদপুর।
  • WHO এর মতে আর্সেনিক এর গ্রহণযোগ্যতা ০.০১ মি.গ্রা.। 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী