সার শিল্প

সার শিল্প 

  • বাংলাদেশ ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন গ্যাস। 
  • বাংলাদেশের প্রথম সার কারখানা ‘ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি.’। এটি ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিষ্ঠিত হয়। 
  • বাংলাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লি.’। এটি ১৯৯১ সালে চালু হয়। এটি জামালপুরের তারাকান্দিতে অবস্থিত। 
  • বেসরকারি খাতে দেশের বৃহত্তম সার কারখানা ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি.’ (KAFCO)। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় এটি প্রতিষ্ঠিত হয়। 
নাম অবস্থান উৎপন্ন সার 
ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডফেঞ্চুগঞ্জ, সিলেটইউরিয়া ও ASP
ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ঘোড়াশাল, নরসিংদী ইউরিয়া
কাফকো - কর্ণফুলী ফার্টিলাইজার কোং লিমিটেড আনোয়ারা, চট্টগ্রামইউরিয়া 
আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল ইন্ডা. লি. আশুগঞ্জ, বি. বাড়িয়াইউরিয়া 
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ইউরিয়া 
যমুনা সার কারখানা (বৃহত্তম সার কারখানা) তারাকান্দি, জামালপুর ইউরিয়া 
ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি. পতেঙ্গা, চট্টগ্রামটিএসপি 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী